Nojoto: Largest Storytelling Platform

#দুর্গাপুজো ©অনির্বাণ আচার্য "মাগো,আজকে আমাকে ঠাক

#দুর্গাপুজো
©অনির্বাণ আচার্য

"মাগো,আজকে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি?"
তিন দিন না খেতে পাওয়া শুকনো মুখটা জ্বলজ্বল করে উঠল
"ওটা বড়লোকদের পুজো,আমাদের না,চুপচাপ শুয়ে পড়গে যা" কূপি নেভানোর পড়ও বাতাসে ভাসতে থাকে চোখের জল মেশানো কূপির ধোঁয়া। 
বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে নি আজকে
বাড়ির রোজগেরে লোকটা ঢাক বাজাতে গিয়েছিলো বাইরে,আর ফেরেনি
তিন বছর তার অপেক্ষায় শূণ্য দাওয়ায় বসে থাকে ময়লা কাপড় আর সধবার শেষ চিহ্ন ধরে রাখা মলিন শাঁখা সিঁদুর।
পাড়ার কল্পনা দি অনেক বার বলেছে, "ভেঙে ফেল,ওগুলো,মুছে দে সিঁদুর"।
হতভাগীটা মোছেনি,হয়তো কোনো এক দুর্গাপুজো শেষে আবার তার লোকটা বাড়ি ফিরবে
হয়তো আবার শ্রান্ত ভাবে নামিয়ে রাখবে তার ঢাক
ক্লান্ত ভাবে ঘাম মুছতে মুছতে বলবে,, " কই গো, একবার এদিকে এসো, দেখো কত কি এনেছি"। ##দুর্গাপুজো
©অনির্বাণ আচার্য

"মাগো,আজকে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি?"
তিন দিন না খেতে পাওয়া শুকনো মুখটা জ্বলজ্বল করে উঠল
"ওটা বড়লোকদের পুজো,আমাদের না,চুপচাপ শুয়ে পড়গে যা" কূপি নেভানোর পড়ও বাতাসে ভাসতে থাকে চোখের জল মেশানো কূপির ধোঁয়া। 
বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে নি আজকে
বাড়ির রোজগেরে লোকটা ঢাক বাজাতে গিয়েছিলো বাইরে,আর ফেরেনি
#দুর্গাপুজো
©অনির্বাণ আচার্য

"মাগো,আজকে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি?"
তিন দিন না খেতে পাওয়া শুকনো মুখটা জ্বলজ্বল করে উঠল
"ওটা বড়লোকদের পুজো,আমাদের না,চুপচাপ শুয়ে পড়গে যা" কূপি নেভানোর পড়ও বাতাসে ভাসতে থাকে চোখের জল মেশানো কূপির ধোঁয়া। 
বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে নি আজকে
বাড়ির রোজগেরে লোকটা ঢাক বাজাতে গিয়েছিলো বাইরে,আর ফেরেনি
তিন বছর তার অপেক্ষায় শূণ্য দাওয়ায় বসে থাকে ময়লা কাপড় আর সধবার শেষ চিহ্ন ধরে রাখা মলিন শাঁখা সিঁদুর।
পাড়ার কল্পনা দি অনেক বার বলেছে, "ভেঙে ফেল,ওগুলো,মুছে দে সিঁদুর"।
হতভাগীটা মোছেনি,হয়তো কোনো এক দুর্গাপুজো শেষে আবার তার লোকটা বাড়ি ফিরবে
হয়তো আবার শ্রান্ত ভাবে নামিয়ে রাখবে তার ঢাক
ক্লান্ত ভাবে ঘাম মুছতে মুছতে বলবে,, " কই গো, একবার এদিকে এসো, দেখো কত কি এনেছি"। ##দুর্গাপুজো
©অনির্বাণ আচার্য

"মাগো,আজকে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি?"
তিন দিন না খেতে পাওয়া শুকনো মুখটা জ্বলজ্বল করে উঠল
"ওটা বড়লোকদের পুজো,আমাদের না,চুপচাপ শুয়ে পড়গে যা" কূপি নেভানোর পড়ও বাতাসে ভাসতে থাকে চোখের জল মেশানো কূপির ধোঁয়া। 
বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে নি আজকে
বাড়ির রোজগেরে লোকটা ঢাক বাজাতে গিয়েছিলো বাইরে,আর ফেরেনি

##দুর্গাপুজো ©অনির্বাণ আচার্য "মাগো,আজকে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি?" তিন দিন না খেতে পাওয়া শুকনো মুখটা জ্বলজ্বল করে উঠল "ওটা বড়লোকদের পুজো,আমাদের না,চুপচাপ শুয়ে পড়গে যা" কূপি নেভানোর পড়ও বাতাসে ভাসতে থাকে চোখের জল মেশানো কূপির ধোঁয়া। বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে নি আজকে বাড়ির রোজগেরে লোকটা ঢাক বাজাতে গিয়েছিলো বাইরে,আর ফেরেনি #poem