বিধায়কদের শপথের পর উপাচার্য নিয়োগ, রাজভবন এবং নবান্নের ‘দূরত্ব’ কমল! মমতার পছন্দে বোসের সায় রাজ্যের ৩৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে নবান্ন এবং রাজভবনের সংঘাত চরমে উঠেছিল। সেই সংঘাতের জেরে এক বছরের বেশি সময় ধরে ফাঁকা ছিল বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য পদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের ‘জট’ কাটল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত নামেই সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথম পর্যায়ে রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। রাজভবন সূত্রে খবর, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল ৩৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তবে তার মধ্যে ছ’জনের নাম জানা গিয়েছে। ধাপে ধাপে বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের নাম জানা যাবে। ©BANGLE TIMES #MAMATA_BANERJEE #CV_ANAND_BOSE