Nojoto: Largest Storytelling Platform

স্তব্ধ বিশ্ব এলো মহামারী করোনা বিশ্বে, স্তব্ধ করে

স্তব্ধ বিশ্ব

এলো মহামারী করোনা বিশ্বে,
স্তব্ধ করে ফেললো গোটা পৃথিবী কে।
মা, বাবা, ভাই, বোন সহিত, ঢুকে আছে পুরো পরিবার বাড়িতে।।

বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
বন্ধ রয়েছে সব জিম, ম'ল ও থিয়েটার,
বন্ধ হয়েও সব, বন্ধ হচ্ছে না শুধু এক আমাদের আদরের রান্নাঘর।
ডালগনা কফি থেকে ধরে ফুচকা,
ডোচা - ইডলী থেকে ধরে ছোলা - কুলচা,
এক্সারসাইজ এক বেলা করলেও,
খাবার চলে যাচ্ছে, পাঁচ - পাঁচ বেলা।।

এই লকডাউনে দেখা হলো বন্ধুদের সাথে আবার,
যাদের চেহারাও গেছিলাম ভুলে কাজের চাপে,
ভিডিও কলের জরিয়তে করলাম পুরোনো স্মৃতি গুলো কে আবার আবিষ্কার।
ওয়র্ক ফ্রম হোম, অনলাইন লার্নিং, ইত্যাদি হলো প্রচলিত এবার,
ঘরে থেকেও যে কাজ বা পড়া - শুনো হয়,
জানতে পারলো গোটা বিশ্ব এই ব্যাপারটা পরিষ্কার।।

খাওয়া নেই নাওয়া নেই, ছুটে চলছে স্বাস্থ্যকর্মীরা বাঁচাতে রোগীদের করোনা থেকে,
ওদের এই কাজের জন্য থাকব সবাই আমরা চির - কৃতজ্ঞ।
এই লোকডাউনে বিরাম নেই আমাদের কারো খাবার ও শোবার,
পুরো পৃথিবীটা বন্ধ যেমন এক বাক্সের ভেতরে।। #yqbaba #yqdidi #yqbangla #yqdada #coronavirus #lighthearted #healthworkers #yourquote
স্তব্ধ বিশ্ব

এলো মহামারী করোনা বিশ্বে,
স্তব্ধ করে ফেললো গোটা পৃথিবী কে।
মা, বাবা, ভাই, বোন সহিত, ঢুকে আছে পুরো পরিবার বাড়িতে।।

বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
বন্ধ রয়েছে সব জিম, ম'ল ও থিয়েটার,
বন্ধ হয়েও সব, বন্ধ হচ্ছে না শুধু এক আমাদের আদরের রান্নাঘর।
ডালগনা কফি থেকে ধরে ফুচকা,
ডোচা - ইডলী থেকে ধরে ছোলা - কুলচা,
এক্সারসাইজ এক বেলা করলেও,
খাবার চলে যাচ্ছে, পাঁচ - পাঁচ বেলা।।

এই লকডাউনে দেখা হলো বন্ধুদের সাথে আবার,
যাদের চেহারাও গেছিলাম ভুলে কাজের চাপে,
ভিডিও কলের জরিয়তে করলাম পুরোনো স্মৃতি গুলো কে আবার আবিষ্কার।
ওয়র্ক ফ্রম হোম, অনলাইন লার্নিং, ইত্যাদি হলো প্রচলিত এবার,
ঘরে থেকেও যে কাজ বা পড়া - শুনো হয়,
জানতে পারলো গোটা বিশ্ব এই ব্যাপারটা পরিষ্কার।।

খাওয়া নেই নাওয়া নেই, ছুটে চলছে স্বাস্থ্যকর্মীরা বাঁচাতে রোগীদের করোনা থেকে,
ওদের এই কাজের জন্য থাকব সবাই আমরা চির - কৃতজ্ঞ।
এই লোকডাউনে বিরাম নেই আমাদের কারো খাবার ও শোবার,
পুরো পৃথিবীটা বন্ধ যেমন এক বাক্সের ভেতরে।। #yqbaba #yqdidi #yqbangla #yqdada #coronavirus #lighthearted #healthworkers #yourquote