বাইডেনের দেওয়া ‘শেষ অস্ত্রে’ রুশ ভূখণ্ডে হামলা ইউক্রেনের! আবার উস্কে দিল পরমাণু যুদ্ধের শঙ্কা মস্কোর দাবি, মোট ছ’টি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন সেনা। যার পাঁচটিকে আকাশেই ধ্বংস করা হয়েছে। রুশ হানার ১০০০তম দিনটিকে স্মরণীয় করল ইউক্রেন। মঙ্গলবার সকালে ভলোদিমির জ়েলেনস্কির সেনা ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, মোট ছ’টি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন সেনা। যার পাঁচটিকে আকাশেই ধ্বংস করা হয়েছে। ©BANGLE TIMES #Russia_Ukrain_War