অভিষেকের সংস্থার নাম ইডির প্রাথমিক মামলার নয়া চার্জশিটের গোড়াতেই! রয়েছে পার্থ-ঘনিষ্ঠ নামও প্রাথমিক মামলায় ইডির দেওয়া চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট ২৫ জনের নাম ছিল। শনিবার পঞ্চম চার্জশিটটি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাতে আরও ২৯টি নাম যোগ করা হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটের শুরুতেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসের নাম। সেই সঙ্গে ওই চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়া তহবিল থেকে শুরু করে তাঁর জামাই এবং তাঁর ঘনিষ্ঠদের নামও রয়েছে। শনিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি। সেখানেই আরও ২৯টি নাম যোগ করা হয়েছে। সংস্থার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিবিশেষের নামও চার্জশিটে রেখেছে কেন্দ্রীয় সংস্থা। ©BANGLE TIMES #Primery_Recruitment_Case