Nojoto: Largest Storytelling Platform

বন্ধ যুবভারতীর বাইরে হল রবিবারের ‘ডার্বি’, বিচার চ

বন্ধ যুবভারতীর বাইরে হল রবিবারের ‘ডার্বি’, বিচার চেয়ে ‘বড় ম্যাচে’ যুগ্মজয়ী ইস্টবেঙ্গল, মোহনবাগান

রবিবারের বাইপাস দেখল অভাবনীয় দৃশ্য। ডার্বি বাতিল এবং আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকেরা। যোগ দিল মহমেডানও। পুলিশের লাঠিচার্জ, বৃষ্টি সামলেও চলল প্রতিবাদ।

প্রতিবাদের ফুলকি জ্বলা শুরু হয়েছিল শনিবার দুপুর থেকেই। ডার্বি বাতিলের খবর ছড়িয়ে পড়ামাত্রই ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকেরা ঘোষণা করেছিলেন, ডার্বির নির্ধারিত সময়ের আগে জমায়েত করে প্রতিবাদ জানানো হবে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রধান দরজার বাইরে। সেই ফুলকি দাবানল হয়ে ছড়িয়ে পড়ল রবিবার দুপুরে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সমর্থকদের প্রতিবাদে চার ঘণ্টার বেশি অবরুদ্ধ হয়ে থাকল বাইপাস। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে খেতে হল পুলিশের লাঠি। তাতেও প্রতিবাদ থামল না। পুলিশের লাঠিচার্জ সত্ত্বেও সমর্থকেরা আবার ভিড় করলেন যুবভারতীর সামনে। সব মিলিয়ে, রবিবার মাঠে ডার্বি না হলেও মাঠের বাইরে হল, সেখানে জিতে গেল তিন প্রধানই।

©BANGLE TIMES
  #Mohun_Bagan_And_East_Bengal_Supporters_Protest