তোমার পাশে আছি না তোমার থেকে দূরে, জানিনা। তোমার মনের মধ্যে জায়গা আছে না তোমার মন থেকে দূরে, জানিনা। তোমার অপেক্ষার শেষ গন্তব্য আমি না তোমার পথ আমার থেকে দূরে, জানিনা। তোমার জীবনের খাতায় আছি না কোনো ছেঁড়া কাগজের মত আলাদা, জানিনা। তোমার ভালোবাসার অধিকারে আছি না তোমার অনুভূতি থেকে আলাদা, জানিনা। তোমার রাগ-অভিমানের পর্যায়ে আছি না তোমার স্নেহ থেকেও আলাদা, জানিনা। তোমার ভাগ্যের রেখায় আছি না তোমার জীবন থেকে আলাদা, জানিনা। ©Ananta Dasgupta #boat #Bengali_poem #nojotobengali #bengalilove