আমি সত্যই পরিবর্তিত, এক বৎসরকাল তোমারে না পেয়ে.. নিকটে চাইবার পরিণাম যদি এমনে ভয়ংকর হয়!! সাথে রয়েও দূরে দূরে থাকা শ্রেয় তার চেয়ে.. তুমি বিনে রইতে পারি নে বলে, ফিরে ফিরে আসা তোমার নিকটে.. তবে কোনোভাবেই দুর্বল নই আমি!! একভাবে চেয়েছি ভালোবাসা, যতই পরি না কেন সংকটে.. © ©"বিলম্বিত-লয়" #droplets