Men walking on dark street একটা চিতকার আছে লুকিয়ে ভিতরে, শুনতে পারবে কি? কিছু কথা আছে বলার জন্য, একটু সময় দিতে পারবে কি? আমি স্বার্থপরের মত চাই তোমাকে, আমার স্বার্থ পুরো করতে পারবে কি? একটা অব্যক্ত কষ্ট আছে মনের ভিতরে, কম করতে পারবে কি? তোমার মনের বাস্তবতা দেখতে চাই, দেখাতে পারবে কি? এক ভাগ অভিমান জমে আছে, ভাঙ্গতে পারবে কি? ক্লান্ত হয়ে গেছি এক জায়গায় দাড়িয়ে, একটু মাথা ঠেকাতে পারবে কি? একটা আশা নিয়ে বেঁচে আছি, পুরো করে দিতে পারবে কি? ঝড় বয়ে যাচ্ছে যার থামার নাম নেই, সেটা থামাতে পারবে কি? প্রতিদিন একটু একটু করে শেষ হচ্ছি, আমাকে সাহায্য করতে পারবে কি? ©Ananta Dasgupta #Emotional #anantadasgupta #Bengali #bengalipoetry #bengaliwriting