Nojoto: Largest Storytelling Platform

চলার পাথেয় (2nd part) তাদের কী অপার জাদু,পারে মন

চলার পাথেয়  (2nd part)

তাদের কী অপার জাদু,পারে মন ঠিক করতে, 
নিমেষে তারা বুঝত আমায়, পারত কান্নার কারণ ধরতে ।
আমি ভাগ্যবান তাই পেয়েছি এমন বান্ধবী  তোদের,
নয়তো জুটত না তোদের মতো কেউ,জোটেনা যেমন সকলের।
আমায় নিয়ে যেতে চাস যখন অজানা কোথাও ঘুরতে, 
মনে হয় নিজের হয়েছে ডানা,এই বুঝি পারব উড়তে ।
মন তখন কত না খুশি ,বলব কী করে ভাষায়, 
ইচ্ছে তখন করেনা আমার ফিরতে নিজের বাসায় ।
তোদের সাথে থাকতে পেরে নিজেকে করলাম শান্ত, 
নইলে আমি হারাতাম নিজেকে, পেতাম না কোন প্রান্ত ।
তোদের জন্য নতুন করে বাঁচতে শিখে গেছি, 
এখন মন শক্ত হয়েছে ,শক্ত হয়ছি বেশি ।
বলতিস্ যখন খারাপ সময়ে-"আছিস পাশে,সাথে 
এখন আর আসেনা কান্না  ,যেমনটা হত আগে রাতে।
বাচার নতুন অবলম্বন পেয়েছি আমি খুঁজে, 
এই কবিতাটি পড়ে তোমরা নিজেই নিও  বুঝে। 2nd part
চলার পাথেয়  (2nd part)

তাদের কী অপার জাদু,পারে মন ঠিক করতে, 
নিমেষে তারা বুঝত আমায়, পারত কান্নার কারণ ধরতে ।
আমি ভাগ্যবান তাই পেয়েছি এমন বান্ধবী  তোদের,
নয়তো জুটত না তোদের মতো কেউ,জোটেনা যেমন সকলের।
আমায় নিয়ে যেতে চাস যখন অজানা কোথাও ঘুরতে, 
মনে হয় নিজের হয়েছে ডানা,এই বুঝি পারব উড়তে ।
মন তখন কত না খুশি ,বলব কী করে ভাষায়, 
ইচ্ছে তখন করেনা আমার ফিরতে নিজের বাসায় ।
তোদের সাথে থাকতে পেরে নিজেকে করলাম শান্ত, 
নইলে আমি হারাতাম নিজেকে, পেতাম না কোন প্রান্ত ।
তোদের জন্য নতুন করে বাঁচতে শিখে গেছি, 
এখন মন শক্ত হয়েছে ,শক্ত হয়ছি বেশি ।
বলতিস্ যখন খারাপ সময়ে-"আছিস পাশে,সাথে 
এখন আর আসেনা কান্না  ,যেমনটা হত আগে রাতে।
বাচার নতুন অবলম্বন পেয়েছি আমি খুঁজে, 
এই কবিতাটি পড়ে তোমরা নিজেই নিও  বুঝে। 2nd part