Nojoto: Largest Storytelling Platform
koyel5873172204088
  • 19Stories
  • 18Followers
  • 119Love
    812Views

Keya 😊😊😊

Student

  • Popular
  • Latest
  • Video
77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

মন


চল না মন ,করি আজি নিজের সাথে পণ;
আপনার সাথে চলিব পথ, ডরিবো না অভয় মন।
খাবি নাহয় হোঁচট? তাতে কী
দেখবি আরো জগৎ টাকে, শিখবি সেসব শক্ত ভাবে,
চারিপাশে অগাধ লোক , কজন হয় আপনজন?

ওরে মন আগে নিজের কথা শোন,
বলুক লোকে বলছে যেসব, নিজের কাজে দে মন ।
করবি নাহয় অজানা ভুল, তাতে কী?
নিপুণ হতে আগে তবে নিজের স্বপ্ন কর পূরণ।

হোসনে মন এত ব্যাকুল, করবি নয়তো আরো ভুল,
যাক না সময় যাচ্ছে যখন, ভুলিস নে নিজ মূল 
হেরে যাচ্ছিস, ভাবছিস কেনো?
সময় ভেলায় তরী ভাসা, নিজ কর্মের ফসল তোল।



                                            কেয়া।(11.02.2023)

©Keya 😊😊😊 Please read and like.

Please read and like. #Life

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

Alone  (করোনা)last part
এই তবে কী সাম্যতার দেশ,হচ্ছে কী সমতাবিধান,
পড়েছি কী তবে এই নীতি ধর্ম, এই কী সংবিধান?
ইচ্ছে করে হিংস্র হয়ে রুখে দাঁড়াই এদের বিরুদ্ধে, 
লড়তে গেলে ঐক্যতা চাই,বিপ্লবী চেতনা মনে।
কত জনই বা ভাবে সেটা সুখ খুঁজিশুধু সুখ, 
তাই যদি বিপ্লব  জাগে তবুও কুলুপ আঁটা মুখ।
কত কষ্ট দীন দুখীদের বুক ফেটে যায় বুক,
তাই করোনা তুই ভেগে গিয়ে দিয়ে যা একটু সুখ। last part

last part

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

Alone   (করোনা)3rd part
সেসব নাহয় নাই ভাবলাম চলছি যেভাবে চলছে, 
তবুও তো কমছে না করোনা,মৃত্যুকোলে ঢলছে।
সরকারের করুণ কৃপায় বাঁচছি নাহয় কিছুদিন, 
তাদেরই বা কত সাধ্যি,চালাবেনই বা কদ্দিন ?
রাজার ভান্ডার থাকেনা জানি,না করলে কর্ম, 
সেথায় কী করে বাঁচবে মানুষ,মানবে কী স্বধর্ম? 
পেটের তাগিদে মোটর মেকানিক হয়েছে সব্জি বিক্রেতা,
দীর্ঘক্ষণ করলে দোকান হতে হয় লাঠিপেটা ।
সেই জায়গায় ভাটিখানা থাকছে খোলা সকাল-সন্ধ্যা, 
চোখে কী ন্যবা হয়েছে শাস্তি  নেই তার বেলা।
ও বুঝেছি ট্যাক্স দেয়তো মদওয়ালা দাদু ,
অমনি ম্যাজিক করেছে পুলিশদের, জাদু দেখছি জাদু ।
সবজির দোকানে লুটপাট আর মদের দোকানে সেলাম,
কী আজব রীতিনীতি মুগ্ধ হয়ে  গেলাম ।





 3rd part

3rd part

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

Alone  (করোনা)2nd part
চাইছে শুধু বাঁচাতে প্রাণ,করোনা মুক্ত করতে,
প্রধানমন্ত্রী ভাবছে কী উপায়ে বাঁচাবে,কী করে রুখাবে।
বাড়ির বাইরে not allowed মেনেছি জনতা কার্ফু, 
তবু ভাইরাস হয়না দমন ক্রমশঃ changing ঋতু ।
রুজিরোজগার বন্ধ সবার রয়েছে মুষ্টি গুটিয়ে,
কী করে চলবে জীবন মধ্যবিত্ত, গরিবের ।
উচ্চবিত্ত সদাই বাঁচে হয়না তাদের চিন্তা, 
ভাবতে হয় গরিবদেরই কী করে কাটবে দিনটা?
রাজ্য-কেন্দ্র করল চালু রেশনে ফ্রি চাল-আটা,
ডিলারাও পেল অমনি সুযোগ স্বার্থের ভাগ-বাটোয়ারা ।
গরিব সে তো গরিবই রইল করেনা কষ্ট প্রকাশ ,
বুক ফেটে যায় তবু মুখ ফোটে না এমনি বহিঃপ্রকাশ ।
মখের ভাত জুটছে না যেথায় পথচারী ভিক্ষুকদের,
তাদের তো আরও দুঃখ, নেই পরিচয়পত্র । 2nd part (করোনা)

2nd part (করোনা) #poem

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

Alone  (করোনা )1st part
করোনা তুই আসবি যদি জানান দিতিস আগে,
হয়তো মানুষ গুটিয়ে নিত সকল তাদের ভাগে।
তুই এসে কাঁপিয়ে দিলি তোলপাড় সারা বিশ্ব, 
এতই মৃত্যু অগণিত লোকের হচ্ছে সব নিঃস্ব ।
চিন থেকে উদ্ভব তোর ছড়ালি গোটা দেশে,
গোটা পৃথিবী ভারসাম্যহীন, হচ্ছে ধ্বংস শেষে ।
দেশ থেকে দেশান্তরে একটাই শুধু বাণী,
করোনা থেকে বাঁচতে হলে এসো লকডাউন মানি।
বিশ্ববাসী কর্ম ছেড়ে হাত গুটিয়ে নিজগৃহে,
ধুঁকছে শুধু বাঁচার তাগিদে, চাইছে পরিত্রাণ ।
বাঁচতে হলে রাখতে হবে সোশ্যাল ডিসটেনসিং,
মুখে মাক্স ,হাতে গ্লোভস্ avoid gathering. 
রাজ্য-কেন্দ্র একজোট হয়ে নিচ্ছে কঠিন পদক্ষেপ,।

লাভ লোকসান ভাবছেন না তাই নাগরিক হারার আক্ষেপ pandemic time poem

pandemic time poem

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

মানসিক ক্লান্তি গ্রাস করে অবিরাম, 
পাইনা প্রকাশের যথাযথ অর্থভাণ্ডার 
অশান্ত মন হয় তোলপাড় 
অসমীচীন ভাবনায় হয়ে যাই ছারখার । short talk about me

short talk about me #poem

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

 মানসিক ক্লান্তি গ্রাস করে অবিরাম, 
পাই না প্রকাশের যথাযথ অর্থভাণ্ডার, 
অশান্ত মন হয় তোলপাড় 
অসমীচীন ভাবনায় হয়ে যাই ছারখার ।

মানসিক ক্লান্তি গ্রাস করে অবিরাম, পাই না প্রকাশের যথাযথ অর্থভাণ্ডার, অশান্ত মন হয় তোলপাড় অসমীচীন ভাবনায় হয়ে যাই ছারখার । #nojotophoto

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

অজানা বিরক্তি শরীর জুড়ে, 
মন পড়ে থাকে বিদেশ, বিভুঁয়ে,
আর আমি বৃথা প্রচেষ্টা করে চলি,
পরিসংখ্যানহীন পুস্তক হাতে । ক্লান্তি

ক্লান্তি #Talk

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

2nd part

আবেগ 

চাইনা আমার ধন- প্রাচুর্য, বিলাষবহুল জীবন, 
শুধুই খুঁজি তুই আমার উৎকৃষট দামি রতন।
বেশি কিছু চাইনা আমার অল্প কিছু চাই,
তোর কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই।
আমার যখন আসবে না ঘুম হাত বুলাবি মাথায়,
আমি তখন শান্তি পাব,মন ভরবে কথায়।
ঘুরতে যাব দুজন যখন অজানা কোনো পথে,
ভাবব তখন রাজা-রাণী যাচ্ছি বসে রথে।
বলব না আমার কষ্টের কথা, এই হলাম চুপ,
কেন জানিনা তোমায় আমি miss করছি খুব । আবেগ

আবেগ

77097f25d174a3071030ee377250421a

Keya 😊😊😊

আবেগ 

বুঝলে না আমার মনের কথা কত ভালোবাসি, 
তোমার জন্য কেঁদে কেঁদে অশ্রুনদে ভাসি।
তুমি ভাবো আমি হয়তো দিব্যি সুখে আছি, 
আমি জানি কেমন করে তোমার প্রতীক্ষায় থাকি ।
মন আমার দিবারাত্রি একটি নামকেই খোঁজে, 
তোমার গলার স্বর শুনলে তবেই শান্তি মেলে ।
কোনো কাজে মন থাকেনা,উদাস সারাক্ষণ, 
মনে হয় এই বুঝি তুমি করবে আমায় ফোন ।
মন বড়ো খুনসুটিতে কাটায় সারারাত,
আশায় থাকি মিষ্টিসুরে জানাবে আমায় সুপ্রভাত।
আশা যখন পন্ড হয়, মন হয়ে যায় ভারী,
ইচ্ছে করে সব ছেড়ে দূর দেশে দিই পাড়ি।
তুমি আমার বড়ো আপন,পাইনা কিছুতেই ভুলতে,
চেষ্টা যখন ব্যর্থ ভোলার, আমিও হই ক্লান্ত ।
জানিনা আমার  ভাগ্যে বিধি কী  রেখেছে লিখে?
শুধুই বুঝি  চাইনা  কিছু  ,চাই শুধুই  তোকে । আবেগ

আবেগ

loader
Home
Explore
Events
Notification
Profile