টানা ৭০ দিন পেরিয়ে যাওয়া আরজি কর আন্দোলন, ১৭ দিনের ‘আমরণ অনশন’, এক নজরে প্রত্যেকটি বাঁক ক্রমশ জোরালো হয়েছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গত ১৫ অক্টোবর যখন রাজ্যের উদ্যোগে পুজোর কার্নিভাল চলছিল রেড রোডে। তার অনতিদূরে তখন অনশন বসে কয়েক জন জুনিয়র ডাক্তার। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযান দিয়ে। তারিখটা ২১ অগস্ট, দিনটা ছিল শনিবার। পরের স্বাস্থ্য ভবন অভিযান ছিল ১০ সেপ্টেম্বর। সেখান থেকেই জুনিয়র ডাক্তারেরা পোস্টার তুলে ধরে জানিয়ে দেন, ‘উৎসবে ফিরছি না’। তার পর একাধিক বার সরকারের তরফে আলোচনার প্রস্তাব এসেছে। আলোচনাও হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি। বরং ক্রমশ জোরালো হয়েছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গত ১৫ অক্টোবর যখন রাজ্যের উদ্যোগে পুজোর কার্নিভাল চলছিল রেড রোডে। তার অনতিদূরে তখন অনশন বসে কয়েক জন জুনিয়র ডাক্তার। সোমবার ১৭ দিনের সেই ‘আমরণ অনশন’ তুলে নেওয়া হল। কিন্তু ৭০ দিন পেরিয়ে যাওয়া আরজি কর আন্দোলন এখানেই থামছে না। সোমবার রাতে ধর্মতলার অনশনমঞ্চ থেকে সে কথাই জানিয়ে রাখলেন আন্দোলনকারীরা। ©BANGLE TIMES #R_G_Kar_Incident