"তুই আমার মনে খুব কষ্ট দিলি!" "তুমি এই ভাবে কথা কেন বলছ, আমার ভাল লাগছে না!" "তুই খুব বাজে ভাবে কথা বলিস!" "তুই বলার আগে ভাবিস না, সামনের লোক কি ভাবে!" এরকম কিছু কথা শুনতে পাওয়া যায় প্রায়। কখনো ঘরের লোকেদের কাছে, কখনো বন্ধু কিংবা কোনো ভালবাসার মানুষের কাছে। কিছু কথা এত বেশি খারাপ লাগে যে অনেক সময় লেগে যায় সেটা আবার ঠিক করতে। কিন্তু কেউ ভাবে না, যেই মানুষ কখনো একটা জোর গলায় কথা বলে না, সে এত রুঢ় কেন হয়ে যায়। কারণটা খুবই সামান্য কিন্তু মাঝে মাঝে এই সামান্য জিনিস বুঝতে জীবন শেষ হয়ে যায়। কারন হল সেই সব পরিস্থিতি যেটা সহ্য করা হয়েছে। সেই সব চাপা কথা যা কখনো কোনো মর্যাদা পায়নি। সেই সব ব্যাধি যার উপচার কম, প্রচার বেশি হয়েছে। সেই সব জায়গা যেখানে ভেঙে পড়ার পরেও কেউ হাত বাড়িয়ে সামনে আসেনি। ©Ananta Dasgupta #essenceoftime #anantadasgupta #Bengali_poem #bengaliquote