Nojoto: Largest Storytelling Platform

( দুর্গতির শহরে আছি ) আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ছে

( দুর্গতির শহরে আছি )

আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ছে আকাশে আকাশে , 
শিশুরা স্কুলের জানালা থেকে দেখে যুদ্ধের বিমান ! 
ব্যস্ত চ্যানেলে চ্যানেলে, ফুটপাতে চায়ের দোকানে , 
দিগন্তের দিকে যায় মিলিয়ে সবুজ পাতার রুট মার্চ । 
সূর্যের চুম্বনে কিশোরীর করতলে জ্বলে উঠছে না শত জোনাকি, 
কবির কলম থেকে দুঃখের দূরত্বে দাঁড়িয়ে আছে সুখ ।
অতি অবমন্তা দিনে কোনও দিকে নেই আর শীর্ণ দীর্ঘ মোমবাতি;
নগরে নগরে বন্দরে বন্দরে মৃত সোঁদা গন্ধ ভরপুর । 
সীমায়িত ধারণার আবদ্ধ প্রান্তরে অন্ধের মতো হেঁটে, 
পারছে না মানুষ যেতে বিপুল ভবিষ‌্যতের পথে । 
হাঁটছে পাঁকে অবোধ শিশু তুলে আনতে এক মুঠো ঝড়া ফুল। 
কাকে বলি, ওগো মৃত্যু থামাও, শিশুদের দাও জননীর সুখ ! 
ক্যাঁচক্যাঁচ করে সময়ের চাকা, গরীবেরা মরণের গান গায়। 
অবিনশ্বরতা ওদের বাড়ি ছাড়িয়ে চলে যায় অনন্তের রাস্তায় । 

( অভ্র ) #কবিতা#যুদ্ধবিরোধী#personalblog
( দুর্গতির শহরে আছি )

আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ছে আকাশে আকাশে , 
শিশুরা স্কুলের জানালা থেকে দেখে যুদ্ধের বিমান ! 
ব্যস্ত চ্যানেলে চ্যানেলে, ফুটপাতে চায়ের দোকানে , 
দিগন্তের দিকে যায় মিলিয়ে সবুজ পাতার রুট মার্চ । 
সূর্যের চুম্বনে কিশোরীর করতলে জ্বলে উঠছে না শত জোনাকি, 
কবির কলম থেকে দুঃখের দূরত্বে দাঁড়িয়ে আছে সুখ ।
অতি অবমন্তা দিনে কোনও দিকে নেই আর শীর্ণ দীর্ঘ মোমবাতি;
নগরে নগরে বন্দরে বন্দরে মৃত সোঁদা গন্ধ ভরপুর । 
সীমায়িত ধারণার আবদ্ধ প্রান্তরে অন্ধের মতো হেঁটে, 
পারছে না মানুষ যেতে বিপুল ভবিষ‌্যতের পথে । 
হাঁটছে পাঁকে অবোধ শিশু তুলে আনতে এক মুঠো ঝড়া ফুল। 
কাকে বলি, ওগো মৃত্যু থামাও, শিশুদের দাও জননীর সুখ ! 
ক্যাঁচক্যাঁচ করে সময়ের চাকা, গরীবেরা মরণের গান গায়। 
অবিনশ্বরতা ওদের বাড়ি ছাড়িয়ে চলে যায় অনন্তের রাস্তায় । 

( অভ্র ) #কবিতা#যুদ্ধবিরোধী#personalblog
abhraghosal1588

Abhra Ghosal

New Creator

#কবিতা#যুদ্ধবিরোধী#personalblog #poem