Nojoto: Largest Storytelling Platform

শুধু বিপর্যয়ে রক্ষা নেই, অভিযোগ দোসর! ৫ ত্রুটি নিয়

শুধু বিপর্যয়ে রক্ষা নেই, অভিযোগ দোসর! ৫ ত্রুটি নিয়ে জেরবার বঙ্গ বিজেপি, অর্থ নিয়েও চলেছে অনর্থ?

নানা সমালোচনার মধ্যে পাঁচটি বিষয় কাঁটার মতো বিঁধছে পদ্মশিবিরের কর্তাদের। যদিও সবচেয়ে বেশি অস্বস্তি ও উদ্বেগের বিষয় দলের নেতাদের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ।

লক্ষ্য ছিল ৩০ পার করার। কিন্তু ১২ আসনে আটকে গিয়েছে বিজেপি। সেই বিপর্যয়ের ‘ধাক্কা’ কাটার আগেই দলের ভিতরে নানা প্রশ্নে জেরবার রাজ্য বিজেপি নেতৃত্ব। সাংগঠনিক ত্রুটিবিচ্যুতি নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই অনেক নেতার আর্থিক স্বচ্ছতা নিয়েও উঠছে নানা অভিযোগ। এবং কোথাও কোথাও কিছু আর্থিক ‘বিচ্যুতি’ যে হয়েছে, একান্ত আলোচনায় তা মানছেন রাজ্য নেতাদের অনেকে। তবে সেটা ‘বড়’ কিছু নয় বলেও দাবি। দলীয় স্তরে সে সব পর্যালোচনার মধ্যেই প্রকাশ্যে আসছে পরাজিত প্রার্থী এবং জেলা নেতাদের মধ্যে গন্ডগোলের কথা। নির্বাচনের সময়ে আড়াল থেকে বিজেপিকে সাহায্যকারী সঙ্ঘ পরিবারের বিভিন্ন সংগঠনের তরফেও নানা প্রশ্ন তোলা হচ্ছে। পদ্মশিবিরের অস্বস্তি কাটছে না। বিপর্যয়ের সঙ্গেই উড়ে আসছে সমালোচনা।

©BANGLE TIMES
  #BJP