Nojoto: Largest Storytelling Platform

সিঁড়ি ভেঙে ভেঙে মেঘের চাদরে লুকিয়ে পড়ছে, ঝাপসা

সিঁড়ি ভেঙে ভেঙে মেঘের চাদরে লুকিয়ে পড়ছে,
ঝাপসা দু-চারটে মৃত্যু,
যেন কতকগুলো ছেলেমানুষী ছায়া!
জ্বালানো মাংসের পাপে চমকে ওঠে বাতাস, 
তারপরেই পাগলের মত ভাঙছে বৃষ্টি, নিভছে সম্পর্কের আলো!

ক্ষুধার্ত মানুষের মুখ হতে সরে যাচ্ছে সভ্যতার সুখ,
গন্ডির বাইরে কতোটা আন্তরিক এই জমায়েত!
মিথ্যে ভাতের গন্ধ, মিথ্যে দুপুর, আসলে তো শান্ত শীতঘুম!
লাশের স্তূপে ভরেছে স্নানঘাট, 
বাতিল পোস্টকার্ডের নৌকা, নোঙর ফেলে ক্ষুধার্ত রক্তে,
ছায়াপথ জুড়ে পলি জমে ক্রমশ ডুবছে শোক, জীবাশ্মের সন্ধানে ।। 
#কথায়কথায়১১ 
#ডুবছে_শোক 
#yqdada  
#এটুকুই_পাওয়া
সিঁড়ি ভেঙে ভেঙে মেঘের চাদরে লুকিয়ে পড়ছে,
ঝাপসা দু-চারটে মৃত্যু,
যেন কতকগুলো ছেলেমানুষী ছায়া!
জ্বালানো মাংসের পাপে চমকে ওঠে বাতাস, 
তারপরেই পাগলের মত ভাঙছে বৃষ্টি, নিভছে সম্পর্কের আলো!

ক্ষুধার্ত মানুষের মুখ হতে সরে যাচ্ছে সভ্যতার সুখ,
গন্ডির বাইরে কতোটা আন্তরিক এই জমায়েত!
মিথ্যে ভাতের গন্ধ, মিথ্যে দুপুর, আসলে তো শান্ত শীতঘুম!
লাশের স্তূপে ভরেছে স্নানঘাট, 
বাতিল পোস্টকার্ডের নৌকা, নোঙর ফেলে ক্ষুধার্ত রক্তে,
ছায়াপথ জুড়ে পলি জমে ক্রমশ ডুবছে শোক, জীবাশ্মের সন্ধানে ।। 
#কথায়কথায়১১ 
#ডুবছে_শোক 
#yqdada  
#এটুকুই_পাওয়া