সবাই সবসময় সাথে থাকে না, প্রত্যেক রাস্তা নিজের একটা মোড় আনে। কেউ নিজের হয়েও আপন হতে পারে না, কেউ যেন পর হয়েও অনেক কিছু জানে। সবকিছু কিন্তু কিছুক্ষণের জন্য, জলের লেখার মত, সবাই খেলে যাচ্ছে নিজের পাত্রের মত। এই ভীড়ের মধ্যে, সবাই নিজের পথ বেছে নিয়েছে, তার সাথে একটা স্বার্থ নিজের সংগে জুড়ে দিয়েছে। যেখানে এত পথ, এত মতলব, এত চেহারা, সেখানে এক জন চিরস্থায়ী, প্রত্যেক রাস্তা তারই গড়া। সে বিশ্বাসের অস্তিত্ব, এইটাই তার পাত্র, সে ঠিক আসে, এইটাই একমাত্র সত্য। যেখানে আপন-পরের কোন ভেদাভেদ নেই, যে মনের ভরসা, শান্তির ছায়াও সেই। ©Ananta Dasgupta #shiva #thebeginning #theend #theonlysaviour #anantadasgupta #bengalipoem #bengaliquote #bengalipoet #bengalipoetry