যেখানে কোলাহল সেখানে শান্তি পাওয়া যায় না, যখন মনে ভীড় হয়ে যায় তখন নিজেকে জায়গা দেয়া যায় না, যখন নিজের জীবন নিজের জন্য বোঝা হয়ে যায়, যখন নিজের দুর্বলতা নিজের চিরশত্রু হয়ে দাঁড়ায়, সেই সময় একটা উপকার কর, তোমার থেকে আমার বিশ্বাস বিন্দুমাত্র যেন না সরে। তুমি সব জানো, তাও তোমার চিন্তা আছে, আমি কিছু জানিনা, তাই তোমার দরকার আছে। ©Ananta Dasgupta #Khushiyaan #anantadasgupta #bengaliquotes #bengalipoem #shiva