নির্যাতিতার বাড়ির এলাকা থেকে ৮ ঘণ্টায় ধর্মতলা পৌঁছল ‘ন্যায়বিচার যাত্রা’, পা মেলালেন অনেকে শনিবার দুপুর ২টোর কিছু পরে নির্যাতিতার বাড়ির এলাকা থেকে শুরু হয় ‘ন্যায়বিচার যাত্রা’। মিছিল শুরুর আগে জমায়েতে যোগ দেয় নির্যাতিতার পরিবার। ছিলেন তাঁর বাবা-মাও। আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাড়ির এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত— ১৯ কিলোমিটারের বেশি পথ। শনিবার দুপুর থেকে এই দীর্ঘ পথ সাধারণ মানুষের ‘দখলে’। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে বহু সাধারণ মানুষ পা মেলালেন ‘ন্যায়বিচার যাত্রা’য়। মিছিল থেকে উঠল নির্যাতিতার জন্য বিচারের দাবি। মুখে স্লোগান, হাতে পোস্টার-ব্যানার নিয়ে পথে নামেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। অনেক বিশিষ্ট জনও পা মেলালেন শনিবারের মিছিলে। রাত সওয়া ১০টা নাগাদ সেই মিছিল পৌঁছয় ধর্মতলায়। ©BANGLE TIMES #R_G_Kar_Incident