White এই মুহূর্তেই আছি বেশ - অমিত কুন্ডু কাল কি হবে, ভাবি না আজ, আজকের সুখেই বাঁচি। বিরহ প্রেমের চলছে খেলা, জীবনের মানে খুঁজি। কান্না-হাসির লুকোচুরি, লুকায় কত গান, হৃদয় গভীরে জমে থাকে স্মৃতির অভিমান। এই মুহূর্তে হৃদয়ে আলো, কখনো ছায়ায় রঙ। বাঁচতে চাই স্বপ্ন নিয়েই, মন্দ-ভালোর চলছে সং। কাল হবে কি? কেউ জানে না, আজ যে ভালো লাগে। জীবনের রেসে, হৃদয় দেশে, প্রেমের দিশা জাগে। ©Amit Kundu #GoodMorning