Nojoto: Largest Storytelling Platform
amitkundu4871
  • 117Stories
  • 12Followers
  • 1.2KLove
    710Views

Amit Kundu

  • Popular
  • Latest
  • Video
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White ভুলে যাওয়া কঠিন
- অমিত কুন্ডু

ভুলে যাওয়া কঠিন জেনেও,
কষ্ট সয়েই থাকি।
যে দেখেছে ঝড়ের রূপ,
সে-ও কি দেবে ফাঁকি?

হৃদয়ে বয় অশ্রুপ্লাবন,
ব্যথার সুরে কারা,
সেই জানে কীভাবে বহে,
নয়ন নদীর ধারা।

জীবন চলে, স্মৃতি পরে রয়,
তবু থামে না পথ।
সেই তো বোঝে হারানোর ব্যথা,
যাঁর থেমেছে রথ।

ভুলে যাওয়া কঠিন জানি,
তাই তো আঁকড়ে ধরি।
সেই জানে ঢেউয়ের জবাব,
ডুবেছে যার তরী।

©Amit Kundu #love_shayari
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White বন্ধু
অমিত কুণ্ডু

কত স্বপ্ন ভাঙা পথ,
যত অচেনা শপথ,
আজ বলবো সব তোমায়,
বন্ধু, শুনবে কি সব কথা?

শরীর আজ ক্লান্ত,
হৃদয় ভাঙা প্রতিশ্রুতি।
তবু স্বপ্ন দেখি আলোর,
খুঁজি এগিয়ে চলার গতি।

বন্ধু, তুমি শুনবে কি কথা?
তোমার চোখের ঠিকানা।
তুমি থাকলে পাশে, জানি,
দুঃখ মুছবে, কাটবে যন্ত্রণা।

ছিঁড়ে ফেলে দুঃখের চিঠি,
চলো নতুন করে শুরু করি।
তুমি আমার আশ্রয় প্রিয়,
নতুন স্বপনে জীবন গড়ি।

বন্ধু, তুমি শুনছো আজ!
তোমায় ছাড়া পারছি না।
ভুলিয়ে আমার ভাঙা গল্প,
দাও না প্রেমের ঠিকানা।

©Amit Kundu #love_shayari
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White এই মুহূর্তেই আছি বেশ
- অমিত কুন্ডু

কাল কি হবে, ভাবি না আজ,
আজকের সুখেই বাঁচি।
বিরহ প্রেমের চলছে খেলা,
জীবনের মানে খুঁজি।

কান্না-হাসির লুকোচুরি,
লুকায় কত গান,
হৃদয় গভীরে জমে থাকে
স্মৃতির অভিমান।

এই মুহূর্তে হৃদয়ে আলো,
কখনো ছায়ায় রঙ।
বাঁচতে চাই স্বপ্ন নিয়েই,
মন্দ-ভালোর চলছে সং।

কাল হবে কি? কেউ জানে না,
আজ যে ভালো লাগে।
জীবনের রেসে, হৃদয় দেশে,
প্রেমের দিশা জাগে।

©Amit Kundu #GoodMorning
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White শেষ থেকে শুরু
 - অমিত কুন্ডু 

শেষ মানেই তো শেষ নয়,
শেষের পরে আবার শুরু।
আমি ভাঙা ডানায় উড়ি,
তবু বুকে নেই দুরুদুরু।
হয়তো আজ গুটিয়ে আছি,
তবু আকাশ আমার চেনা।
উড়তে উড়তে সারিয়ে নেব
আমার প্রিয় ডানা।

থেমে গেছে ভাবছো যারা,
দেখো, বাতাসের শব্দ শুনে
আকাশ আমায় ডাকছে আবার,
ক্ষণে প্রতিক্ষণে।
আসছে আবার জীবনের ডাক
নতুন পথের খোঁজে!
শেষের পরেই আবার শুরু,
প্রেমের সুর বোঝে।

ভুলেছি আজ পুরনো ক্ষত,
নতুন সুরে বাঁধি গান।
তোমার মাঝেই লুকিয়ে আছে
জীবনের রঙিন টান।

©Amit Kundu #Sad_Status
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White মুখোশের বিচার
 - অমিত কুন্ডু 

নিজের দোষে উকিল সাজি,
তোমার দোষে বিচারক।
আমার ভুলে ক্ষমা খুঁজি,
তুমি শুধু প্রতারক।

আড়াল রেখে নিজের চোখে,
অন্যেরে দাও দোষ।
মিষ্টি হাসি মুখের ভাঁজে,
লুকায় বিষের রোষ।

তোমার যেটা শুধুই ভুল,
অন্য সাবার পাপের ভার।
আমার দিকে আঙুল তুলে,
তুমি চাও ন্যায় অধিকার।

কথায় কথায় বিছিয়ে জাল,
মনটা রাখো গোপন।
অন্যেদের তুচ্ছ ভেবে,
করো নিজেই নিজের বিসর্জন।

©Amit Kundu #GoodMorning
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White বিচার চাওয়ার নেই অধিকার 
চোখ রাঙায় শয়তান।
 মেরুদন্ড নেই আমাদের ;
 তবুও খুঁজি সম্মান ...
ভাঙা গিটারে জ্বলেনা আগুন ; 
চোখেতে আসেনা রক্তজল
শত অন্যায় দেখে চুপ করে থাকি
হৃদয়ে জ্বলে না দাবানল!
আমি তো এমন চাইনা সকাল  
যেখানে সত্যের জয় হয় না 
হিংস্রতার থাবার আড়ালে  
মানুষ বিচার পায় না ।।
তোমার আমার রক্তে আগুন ...
তবু প্রতিবাদে হাজার ক্লান্তি!
নিজের পিঠ বাঁচাতে 
হয় নাকো ভুল  ভ্রান্তি।
সত্যের চোখে কালো ফিতে বাঁধা                
শয়তান ধরেছে তলোয়ার।
 রাজার কাছে চাইলে বিচার
রাজাও চাইছে সুবিচার ...
লাশ হয়ে পড়ে থাকে ডাক্তার 
হারিয়ে সতীত্ব।
এভাবেই চললে কি বল 
থাকবে আমাদের অস্তিত্ব!
মানুষ হয়ে লাভ কি বেঁচে 
গিরগিটি হয়ে যাও...
অত্যাচারীর হাত থেকে যদি 
তুমি একাই রক্ষা পাও?

©Amit Kundu #happy_independence_day
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

White ঘন্টা খানেক পরে কি জানি?
থাকবো কি না আর!
আজ আছি কাল হারিয়ে যাবো
এটাই তো সংসার?

শেষ সময়ে কেউ যাবে না
একাই যাবো আমি...
হয়তো সেদিন ভাববে তুমি
আমি ছিলাম অনেক দামি!

জীবন পথের বাঁকে বাঁকে
কতো মানুষ হারায়...
সঙ্গে কিছুই যাবেনা তবু 
চলছে কত লড়াই!

কে এখানে আপন বলো
কে এখানে পর?
কিসের লাগি করছি লড়াই 
সবই তো ঈশ্বর।

✍️ অমিত কুন্ডু

©Amit Kundu #nightthoughts
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

কাঁদছি আমি, কাঁদছো তুমি
মনগড়া অভিমানে...
ভালোবাসি প্রাণের চেয়েও
ঈশ্বর শুধু জানে।

চোখের জল কি মিথ্যা তবে
হৃদয়ের অঙ্ক শূন্য,
নিঃস্ব আমি,প্রেম ভিক্ষা করি
তুমি হও পরিপূর্ণ...

এক সমুদ্র ভালোবাসা দিয়েও
আমি, মরুভূমির বলি কোনা...
আমি না হয় মরীচিকা হই
তুমি হও প্রিও সোনা।

না হয় আমি হারিয়ে যাবো
তুমি ভালো থেকো!
গভীর আঘাত পাও যদি আরও ... 
আমায় আবার ডেকো!

✍️ অমিত কুন্ডু

©Amit Kundu
  #UskeHaath
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

ভালোবাসা ও যত্ন দিয়ে
সাজানো সংসার,
স্বার্থ মিটিয়ে তুমি
করেলে ছাড়খার।

শকুনি তুমি পাশার চালে
চাইলে সর্বনাশ।
জতুগৃহ বানিয়ে
করলে পরিহাস!

যতই তুমি অধর্ম খোঁজো
ধর্মের হবে জয়...
শ্রীকৃষ্ণ যার সাথে আছে
হয় কি তার পরাজয়?

তাইতো বলি অধর্ম ছেড়ে
ধর্মের পথে এসো,
হিংসা লোভ ভুলে তুমি
মানুষকে ভালোবাসো

- চম্পা কুন্ডু

©Amit Kundu #Apocalypse
6dd18eb48222e115d563067fcc9badfd

Amit Kundu

তুমি আমার নরম বালিশ 
ভীষণ ঘুমের ঘোর।
তুমিই আমার চোখের পাতার 
স্বপ্ন দেখা ভোর।

তুমি আমার বুকের মাঝে 
ছন্দে ভরা প্রেম,
তুমিই  আমার আয়না দেখা 
মন ছবিটার ফ্রেম। 

তুমি আমার হৃদয় পাতা
ছন্দে ওঠা ঝড়! 
তুমিই আমার প্রাণের বন্ধু
আমার ঈশ্বর।

✍ অমিত কুন্ডু।

©Amit Kundu
  #hugday
loader
Home
Explore
Events
Notification
Profile