যেই শহরে ভালোবাসার গোলাপ হয়ে আছো তুমি ফুটে, জানি সেখানে অনেক ভ্রমর এসে জুটে। হাজারো গোলাপের মাঝে পেয়েছি খুঁজে তোমাকে, সেই শহরে আমি ছাড়া আর কোনো প্রেমিক যেন না থাকে।। #piccontest92 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest92 #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada