Nojoto: Largest Storytelling Platform

কবিতা :#বাঁচার_লড়াই, কলমে :#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব

কবিতা :#বাঁচার_লড়াই,
কলমে :#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
রচনাকাল :৩১/০৭/২০২০
পোস্ট :০৮/১২ /২০২০
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
দেশটা যখন বিপদমুখী ,মানুষ এত কীসের বড়াই,
বাঁচার মত বাঁচতে যখন,রোজ করে যাই বাঁচার লড়াই।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি,তবুও মানুষ মাথা মোটা,
চোখের উপর চামড়া থেকেও,নাকের'পরে চশমা আঁটা।
নীতি কথায় ভাষণ ঝাড়ি,বিবেক টা দিই  জলাঞ্জলি,
নেতার মত আমিও ঝাড়ি,মিথ্যে শপথ, মিথ্যে বুলি।
বাঁচার মত বাঁচতে শেখো,তবেই পাবে বাঁচার সাধ,
জীবন গড়ো,আলোর মত,করুক সবাই আশীর্বাদ।
অন্য কারো দয়াতে নয়,বাঁচতে শেখো নিজেই খেটে,
তোমার বেড়ে ওঠাই যেনো,হয় না কারো চরণ চেটে।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
পৃথিবী যখন মৃত্যু মিছিল,তবুও লড়াই কিসের জাতে,
ক্ষুধায় যখন গরিব মরে,লড়াইটা হোক ভাত-রুটিতে।
লড়াই কেনো বাবরি-রামে,লড়াই কেনো অস্ত্র দিয়ে,
দেশটা যখন উলঙ্গ আজ,লড়াইটা হোক বস্ত্র নিয়ে।
দেয়ালে যখন পিঠ ঠেকেছে,বাঁচার কোনো রাস্তা নাই,
তফাত কেনো জাত-বেজাতে,আমরা সবাই চাকরি চাই।
বুক চিতিয়ে দেশকে বাঁচাও,এ দেশ মোদের মাতৃভূমি,
দেশের কাছে সম্পদ নও,একটা কেবল সংখ্যা তুমি।
বেঁচে থাকার জন্যে লড়াই,লড়াইটা হোক জীবন-মানের,
শ্মশান-গোরের লড়াই কেন,লড়াইটা হোক বাসস্থানের।
মানুষ তুমি কেবল মানুষ,স্রষ্টার চেয়ে ঊর্ধ্বে নও,
নিয়ম মেনে নিজেই বাঁচো,অপরকেও বাঁচতে দাও।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
কামাক্ষ্যাপুর,গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত, ৭৪৩৬১১
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

© #Night
কবিতা :#বাঁচার_লড়াই,
কলমে :#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
রচনাকাল :৩১/০৭/২০২০
পোস্ট :০৮/১২ /২০২০
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
দেশটা যখন বিপদমুখী ,মানুষ এত কীসের বড়াই,
বাঁচার মত বাঁচতে যখন,রোজ করে যাই বাঁচার লড়াই।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি,তবুও মানুষ মাথা মোটা,
চোখের উপর চামড়া থেকেও,নাকের'পরে চশমা আঁটা।
নীতি কথায় ভাষণ ঝাড়ি,বিবেক টা দিই  জলাঞ্জলি,
নেতার মত আমিও ঝাড়ি,মিথ্যে শপথ, মিথ্যে বুলি।
বাঁচার মত বাঁচতে শেখো,তবেই পাবে বাঁচার সাধ,
জীবন গড়ো,আলোর মত,করুক সবাই আশীর্বাদ।
অন্য কারো দয়াতে নয়,বাঁচতে শেখো নিজেই খেটে,
তোমার বেড়ে ওঠাই যেনো,হয় না কারো চরণ চেটে।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
পৃথিবী যখন মৃত্যু মিছিল,তবুও লড়াই কিসের জাতে,
ক্ষুধায় যখন গরিব মরে,লড়াইটা হোক ভাত-রুটিতে।
লড়াই কেনো বাবরি-রামে,লড়াই কেনো অস্ত্র দিয়ে,
দেশটা যখন উলঙ্গ আজ,লড়াইটা হোক বস্ত্র নিয়ে।
দেয়ালে যখন পিঠ ঠেকেছে,বাঁচার কোনো রাস্তা নাই,
তফাত কেনো জাত-বেজাতে,আমরা সবাই চাকরি চাই।
বুক চিতিয়ে দেশকে বাঁচাও,এ দেশ মোদের মাতৃভূমি,
দেশের কাছে সম্পদ নও,একটা কেবল সংখ্যা তুমি।
বেঁচে থাকার জন্যে লড়াই,লড়াইটা হোক জীবন-মানের,
শ্মশান-গোরের লড়াই কেন,লড়াইটা হোক বাসস্থানের।
মানুষ তুমি কেবল মানুষ,স্রষ্টার চেয়ে ঊর্ধ্বে নও,
নিয়ম মেনে নিজেই বাঁচো,অপরকেও বাঁচতে দাও।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
কামাক্ষ্যাপুর,গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত, ৭৪৩৬১১
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

© #Night
waseemalhabib9305

New Creator