দরকার কোথায় আর কি ভাবে তোমার দরকার, তুমি জানো না। ক্লান্ত মাথার ওপর হাত রাখতে তুমি দরকার। একটা নির্ভরতা পাওয়ার জন্য তোমার দরকার। তোমার দরকার আছে আমাকে আমার সাথে মেলানোর জন্য। তোমার দরকার আছে তোমার মধ্যে নিজেকে হারানোর জন্য। হাতে হাত রেখে পথ চলার জন্য তোমায় দরকার। তোমাকে অনুভব করার জন্য তোমাকে দরকার। তোমাকে অপলক দেখার জন্য তোমার দরকার। সারাদিনের প্রতিটি মুহুর্তে তোমার দরকার। তুমি দরকার জ্যোৎস্না রাতের আলোর ভাগের জন্য। তুমি দরকার চরম অন্ধকারেও নিজের প্রস্তুতি জানাতে। তুমি দরকার আমার সমস্ত অশান্তি, অভিযোগ, অভিমানের জন্য। তুমি দরকার আমার চিন্তা, উদ্বিগ্নতা আর পাগলামির জন্য। তোমার দরকার আমার মুখে ফুটে ওঠা হাসির জন্য। তোমার দরকার আমার চোখ থেকে বেড়িয়ে পড়া জলের জন্য। তোমার দরকার আমার ব্যস্ত থাকা দিনের জন্য। তোমার দরকার আমার নির্ঘুম রাতের জন্য। আমার মধ্যের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমার দরকার। আমি যেখানে আমি থাকতে পারবো, তার জন্য তোমার দরকার। তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকার জন্য তোমার দরকার। তোমাকে আঁকড়ে বসে থাকার জন্য তোমার দরকার। তোমার সাথে বৃষ্টিতে ভেজার জন্য তোমার দরকার। সেই জল মুছে দেয়ার জন্য তোমারই দরকার। কিছু ভুল হলে অধিকার দেখিয়ে কথা শোনানোর জন্য তোমার দরকার। আবার কাছে টেনে রাগ ভাঙ্গানোর জন্য তোমার দরকার। বিনা কোন কারণে, বিনা কোন স্বার্থে তোমার দরকার। তোমার হাঁসি, কান্না, অনুরাগ, অনুতাপ, ভালবাসার জন্য তোমার দরকার। ©Ananta Dasgupta #mohabbat #letter #zarurat #importance #anantadasgupta #Bengali #BengaliPoem