Nojoto: Largest Storytelling Platform

গল্পগুচ্ছ। শ্রাবণী ব্যানার্জী। নিভা নাতিকে তাড়া দ

গল্পগুচ্ছ।
শ্রাবণী ব্যানার্জী।

নিভা নাতিকে তাড়া দিচ্ছ্ন--ও দাদুভাই স্কুলবাস এসে যাবে। তাড়াতাড়ি দুধটা শেষ করো। ততক্ষণে নাতি সৌরভের মা শীলা টিফিনবক্সটা ওর ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলে,ভাল টিফিন আছে। সবটা খেয়ে নেবে। প্রায়ই সৌরভ টিফিন অল্প খেয়ে ফেরত নিয়ে আসে। হ্যাঁ বলে ছুট লাগিয়ে স্কুলবাসে ওঠে সৌরভ। টিফিন টাইমে বেল বাজতেই সে বক্স খুলে দেখে কচুরি আলুর দম। আজ দুটো খেয়ে ফেলে দ্যাখে আরও দুটো আছে। ও বক্স বন্ধ করে রেখে দেয়। ছুটির পর গেটের বাইরে এসে বাসের লাইনে দাঁড়িয়েছে,হঠাৎ সৌরভ দেখল--একটা ছোট মেয়ে গেটের পাশে শুকনো মুখে দাঁড়িয়ে। ওর কচুরী দুটোর কথা মনে পড়ে গেল। ও খুব তাড়াতাড়ি বক্স খুলে কচুরী দুটো মেয়েটার হাতে দিয়ে বলল--নে বোন খেয়ে নে। রোজ দাঁড়াবি। আমার টিফিন থেকে দেব। মেয়েটা খুশী হয়ে খেতে লাগল,সৌরভ বাসে উঠল। বাড়ী গিয়ে মা ও ঠামীকে সব বললে ওনারা বললেন খুব ভাল করেছ সোনা। মা বলল-- রোজ তোমাকে একটু বেশী টিফিন দেব। বোনকে দিয়ো। এখন এরকম দাও,বড় হয়ে আর্শীবাদ করি যেন অনেকের খিদে মেটাতে পারো। বড় হও।
গল্পগুচ্ছ।
শ্রাবণী ব্যানার্জী।

নিভা নাতিকে তাড়া দিচ্ছ্ন--ও দাদুভাই স্কুলবাস এসে যাবে। তাড়াতাড়ি দুধটা শেষ করো। ততক্ষণে নাতি সৌরভের মা শীলা টিফিনবক্সটা ওর ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলে,ভাল টিফিন আছে। সবটা খেয়ে নেবে। প্রায়ই সৌরভ টিফিন অল্প খেয়ে ফেরত নিয়ে আসে। হ্যাঁ বলে ছুট লাগিয়ে স্কুলবাসে ওঠে সৌরভ। টিফিন টাইমে বেল বাজতেই সে বক্স খুলে দেখে কচুরি আলুর দম। আজ দুটো খেয়ে ফেলে দ্যাখে আরও দুটো আছে। ও বক্স বন্ধ করে রেখে দেয়। ছুটির পর গেটের বাইরে এসে বাসের লাইনে দাঁড়িয়েছে,হঠাৎ সৌরভ দেখল--একটা ছোট মেয়ে গেটের পাশে শুকনো মুখে দাঁড়িয়ে। ওর কচুরী দুটোর কথা মনে পড়ে গেল। ও খুব তাড়াতাড়ি বক্স খুলে কচুরী দুটো মেয়েটার হাতে দিয়ে বলল--নে বোন খেয়ে নে। রোজ দাঁড়াবি। আমার টিফিন থেকে দেব। মেয়েটা খুশী হয়ে খেতে লাগল,সৌরভ বাসে উঠল। বাড়ী গিয়ে মা ও ঠামীকে সব বললে ওনারা বললেন খুব ভাল করেছ সোনা। মা বলল-- রোজ তোমাকে একটু বেশী টিফিন দেব। বোনকে দিয়ো। এখন এরকম দাও,বড় হয়ে আর্শীবাদ করি যেন অনেকের খিদে মেটাতে পারো। বড় হও।