Nojoto: Largest Storytelling Platform

"পছন্দ আর ভালোবাসার মধ্যে ঠিক ততটাই অন্তর যতটা মান

"পছন্দ আর ভালোবাসার মধ্যে ঠিক ততটাই অন্তর যতটা মানুষ আর ভগবানের। আমরা মানুষকে পছন্দ করি ওদের দেখে আর আমরা ভগবান কে ভালোবাসি তাকে না দেখেই। ভালোবাসায় দুরত্ব থাকলেও সেটা কমে না। ভালোবাসায় বছরের পর বছর না দেখলেও সেই মায়া যায় না।"

"পছন্দ করলে আমরা হিসাব লাগাই। এর সাথে মেশা কত ভালো হবে, কত খারাপ হবে, যদি পরে আমার ক্ষতি হয়! ভালোবাসায় কোনো হিসাবে নেই, এটা যা আছে সামনে আছে, যেই ভাবে আসে সেই ভাবে ঠিক।"

"পছন্দ হলে আমরা মিনতি করি, ভালবাসলে পুজো।"

"পছন্দের ওপরে কোনো অধিকার থাকে না। ভালোবাসার ওপর থাকে। এতটাই যে কারো জীবন পালটে দিতে পারে, আবার সেই অধিকারে এতটা স্নেহ থাকে যে ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারে।"

"পছন্দ হলে ব্যথার ভয়, পিছনে সরে আসার সম্ভাবনা। ভালোবাসায় শুধু এগিয়ে যাওয়া আছে। যদি ভালোবাসার মানুষ সাথে থাকল তাহলে তার হাতে হাত রেখে এগোনোর সুখ আর যদি না থাকল তাহলে তার স্মৃতি নিয়ে, তাকে ভালোবাসতে বাসতে চলতে থাকার দুঃখ।"

"পছন্দ করলে কোনো জিত হার নেই, কোনো দায়িত্ব নেই। ভালোবাসায় দায়িত্ব আছে, জীবন যুদ্ধ আছে আর তার সাথে আছে নিজেকে হারিয়ে দেওয়া কিংবা মন জয় করে নেওয়া।"

"পছন্দ করা মানে তার জন্য সবকিছু করা যাবে তা নয়। ওখানে একটা সীমানা আছে। ভালোবাসা এইদিকে খুব অদ্ভুত। এত শক্তি দেয় কি সামনের মানুষটার জন্য পুরো দুনিয়ার সাথে লড়া যায় আর এত দুর্বল করে দেয় কি এইটা ভেবে প্রান শুকিয়ে যায় কি যদি ও না থাকে আমার সাথে, আমার সামনে তাহলে আমার কি হবে!"

"ভালোবাসায় অপেক্ষা আছে, যন্ত্রনা আছে, কান্না আছে আবার মিলন আছে, শান্তি আছে, এক গাল হাঁসি আছে। ভালোবাসা তুলোর মত কোমল আবার পাথরের মত সক্ত। পছন্দে একবার আঘাত পেলে আমরা ঘুরেও তাকাই না। ভালোবাসায় তুই আঘাত কর আর তারপর একবার ডেকে দেখ। ডাকতে হবে না, তুই শুধু একটা মেসেজ ছাড় আর তারপর দেখ।"

"ভালোবাসা সবকিছু করাতে পারে। যদি সাথে থাকা শেখায় তাহলে একা চলার ক্ষমতাও দেয়। যদি সত কষ্ট দেয় তাহলে সহ্য করতে সাহায্য করে। কাছের মানুষের আবেগ, টান, অপেক্ষা, অনুভূতি, উপস্থিতি, কথা, শব্দ, আওয়াজ সবকিছু জড় করে এনে রেখে দেবে মনের এক জায়গায়।"

"অস্থিরতা, কষ্ট, পাগলামি.... এই সব সামনের মানুষের জন্য হয় না। হয়ে সেই ভালোবাসার টানের জন্য। সাভাবিক ভাবে আমরা হয়তো মাঝে মাঝে চাই কষ্ট থেকে দূরে যেতে কিন্তু যদি কষ্টের মধ্যেও আমরা সেই মানুষটাকে একবার দেখতে পেয়ে যাই তাহলেও শান্তি। এই জন্য, ভালোবাসার মানুষের আঘাত কষ্ট দেয় কিন্তু দুরে সরায় না। পছন্দ করা খুব সহজ, ভালোবাসা তার থেকেও সহজ কিন্তু কাউকে ভালবাসতে থাকা অত্যন্ত কঠিন।"

©Ananta Dasgupta #part2 #bengalistory #anantadasgupta #likevslove
"পছন্দ আর ভালোবাসার মধ্যে ঠিক ততটাই অন্তর যতটা মানুষ আর ভগবানের। আমরা মানুষকে পছন্দ করি ওদের দেখে আর আমরা ভগবান কে ভালোবাসি তাকে না দেখেই। ভালোবাসায় দুরত্ব থাকলেও সেটা কমে না। ভালোবাসায় বছরের পর বছর না দেখলেও সেই মায়া যায় না।"

"পছন্দ করলে আমরা হিসাব লাগাই। এর সাথে মেশা কত ভালো হবে, কত খারাপ হবে, যদি পরে আমার ক্ষতি হয়! ভালোবাসায় কোনো হিসাবে নেই, এটা যা আছে সামনে আছে, যেই ভাবে আসে সেই ভাবে ঠিক।"

"পছন্দ হলে আমরা মিনতি করি, ভালবাসলে পুজো।"

"পছন্দের ওপরে কোনো অধিকার থাকে না। ভালোবাসার ওপর থাকে। এতটাই যে কারো জীবন পালটে দিতে পারে, আবার সেই অধিকারে এতটা স্নেহ থাকে যে ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারে।"

"পছন্দ হলে ব্যথার ভয়, পিছনে সরে আসার সম্ভাবনা। ভালোবাসায় শুধু এগিয়ে যাওয়া আছে। যদি ভালোবাসার মানুষ সাথে থাকল তাহলে তার হাতে হাত রেখে এগোনোর সুখ আর যদি না থাকল তাহলে তার স্মৃতি নিয়ে, তাকে ভালোবাসতে বাসতে চলতে থাকার দুঃখ।"

"পছন্দ করলে কোনো জিত হার নেই, কোনো দায়িত্ব নেই। ভালোবাসায় দায়িত্ব আছে, জীবন যুদ্ধ আছে আর তার সাথে আছে নিজেকে হারিয়ে দেওয়া কিংবা মন জয় করে নেওয়া।"

"পছন্দ করা মানে তার জন্য সবকিছু করা যাবে তা নয়। ওখানে একটা সীমানা আছে। ভালোবাসা এইদিকে খুব অদ্ভুত। এত শক্তি দেয় কি সামনের মানুষটার জন্য পুরো দুনিয়ার সাথে লড়া যায় আর এত দুর্বল করে দেয় কি এইটা ভেবে প্রান শুকিয়ে যায় কি যদি ও না থাকে আমার সাথে, আমার সামনে তাহলে আমার কি হবে!"

"ভালোবাসায় অপেক্ষা আছে, যন্ত্রনা আছে, কান্না আছে আবার মিলন আছে, শান্তি আছে, এক গাল হাঁসি আছে। ভালোবাসা তুলোর মত কোমল আবার পাথরের মত সক্ত। পছন্দে একবার আঘাত পেলে আমরা ঘুরেও তাকাই না। ভালোবাসায় তুই আঘাত কর আর তারপর একবার ডেকে দেখ। ডাকতে হবে না, তুই শুধু একটা মেসেজ ছাড় আর তারপর দেখ।"

"ভালোবাসা সবকিছু করাতে পারে। যদি সাথে থাকা শেখায় তাহলে একা চলার ক্ষমতাও দেয়। যদি সত কষ্ট দেয় তাহলে সহ্য করতে সাহায্য করে। কাছের মানুষের আবেগ, টান, অপেক্ষা, অনুভূতি, উপস্থিতি, কথা, শব্দ, আওয়াজ সবকিছু জড় করে এনে রেখে দেবে মনের এক জায়গায়।"

"অস্থিরতা, কষ্ট, পাগলামি.... এই সব সামনের মানুষের জন্য হয় না। হয়ে সেই ভালোবাসার টানের জন্য। সাভাবিক ভাবে আমরা হয়তো মাঝে মাঝে চাই কষ্ট থেকে দূরে যেতে কিন্তু যদি কষ্টের মধ্যেও আমরা সেই মানুষটাকে একবার দেখতে পেয়ে যাই তাহলেও শান্তি। এই জন্য, ভালোবাসার মানুষের আঘাত কষ্ট দেয় কিন্তু দুরে সরায় না। পছন্দ করা খুব সহজ, ভালোবাসা তার থেকেও সহজ কিন্তু কাউকে ভালবাসতে থাকা অত্যন্ত কঠিন।"

©Ananta Dasgupta #part2 #bengalistory #anantadasgupta #likevslove
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon24