Nojoto: Largest Storytelling Platform

পতিতালয়ের আনলি মাটি দিলি মায়ের রূপ, শাঁখ বাজালি

পতিতালয়ের আনলি মাটি দিলি মায়ের রূপ,
শাঁখ বাজালি জ্বাললি প্রদীপ জ্বাললি ধূনো ধূপ।
ধান দূর্বায় বরণ করে আনলি মাকে ঘরে,
পূর্ণ হল সব কামনা মা দুর্গার বরে।
ক্ষীর সন্দেশ সাজিয়ে থালায় দিলি মাকে খেতে,
বসতে দিলি মন্দিরেতে রুপোর আসন পেতে।
মন্ত্র বলে প্রাণ স্থাপিলি মাটির মায়ের দেহে ,
নতুন বস্ত্র পরিয়ে দিলি আপন মাতৃস্নেহে ।
সন্ধ্যারতী ধুনুচি নাচ ছিল কী তার প্রয়োজন,
এইসব যদি করলি তবে কেন দিবি বিসর্জন ?
 মাটি থেকে মা বানালি সবই কি তোর ছলনা,
 আবার, বিদায় বেলায় বলবি তোরা "আবার এসো মা"।
 ঘটা করে আনলি মাকে করলি কত আয়োজন,
 আজকে আবার সেই মা-কেই কেমনে দিবি বিসর্জন? #বিসর্জন
পতিতালয়ের আনলি মাটি দিলি মায়ের রূপ,
শাঁখ বাজালি জ্বাললি প্রদীপ জ্বাললি ধূনো ধূপ।
ধান দূর্বায় বরণ করে আনলি মাকে ঘরে,
পূর্ণ হল সব কামনা মা দুর্গার বরে।
ক্ষীর সন্দেশ সাজিয়ে থালায় দিলি মাকে খেতে,
বসতে দিলি মন্দিরেতে রুপোর আসন পেতে।
মন্ত্র বলে প্রাণ স্থাপিলি মাটির মায়ের দেহে ,
নতুন বস্ত্র পরিয়ে দিলি আপন মাতৃস্নেহে ।
সন্ধ্যারতী ধুনুচি নাচ ছিল কী তার প্রয়োজন,
এইসব যদি করলি তবে কেন দিবি বিসর্জন ?
 মাটি থেকে মা বানালি সবই কি তোর ছলনা,
 আবার, বিদায় বেলায় বলবি তোরা "আবার এসো মা"।
 ঘটা করে আনলি মাকে করলি কত আয়োজন,
 আজকে আবার সেই মা-কেই কেমনে দিবি বিসর্জন? #বিসর্জন

#বিসর্জন