Nojoto: Largest Storytelling Platform
nojotouser3093865211
  • 7Stories
  • 28Followers
  • 36Love
    0Views

সুকান্ত সরকার

  • Popular
  • Latest
  • Video
eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

সখী দেখি নাই তোমারে দীর্ঘ দিবস মেলিয়া দুই আঁখি,
বন্ধ খাঁচায় বন্দিনী আজ আমার পরান পাখি।
হৃদয় মাঝারে জমিয়াছে কত বিরহ মেঘের ঝাঁক,
বরষিছে কত নয়ন বারি নাহি দিয়ে কোনো ডাক।
ভ্রমর-ভ্রমরী করিতেছে গুঞ্জন বসিয়া কুঞ্জ কাননে,
কদম্বেরই ডালে সুখ-সারি বসি বিকাইছে ভাব আপন মনে।
ফুটিতেছে কত রক্ত গোলাপ মম গৃহের অঙ্গনে,
তব নাম লয়ে পড়িতেছে ঝরিয়া মত্ত মধুকরের চুম্বনে।
নববর্ষের উপহার খানি রাখিয়াছি যতনে তুলিয়া,
ক্ষণকাল আমি তিষ্ঠতে নারি তোমার শ্রীমুখ ভুলিয়া।
জানি হে প্রিয়ে আসিবে সময় আবারও মিলিব দুজনে,
তব প্রেম মাল্য পরাইবে মোর গলে বসাইয়া নিজ হৃদাসনে।
তথাপি মতি নাহি রহে স্থির ধায় কেবলি তোমা পানে,
চিত্ত মম বড়ই ব্যাকুল তোমারি দীর্ঘ অ-দর্শনে। #বিরহ

#বিরহ #poem

eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

পতিতালয়ের আনলি মাটি দিলি মায়ের রূপ,
শাঁখ বাজালি জ্বাললি প্রদীপ জ্বাললি ধূনো ধূপ।
ধান দূর্বায় বরণ করে আনলি মাকে ঘরে,
পূর্ণ হল সব কামনা মা দুর্গার বরে।
ক্ষীর সন্দেশ সাজিয়ে থালায় দিলি মাকে খেতে,
বসতে দিলি মন্দিরেতে রুপোর আসন পেতে।
মন্ত্র বলে প্রাণ স্থাপিলি মাটির মায়ের দেহে ,
নতুন বস্ত্র পরিয়ে দিলি আপন মাতৃস্নেহে ।
সন্ধ্যারতী ধুনুচি নাচ ছিল কী তার প্রয়োজন,
এইসব যদি করলি তবে কেন দিবি বিসর্জন ?
 মাটি থেকে মা বানালি সবই কি তোর ছলনা,
 আবার, বিদায় বেলায় বলবি তোরা "আবার এসো মা"।
 ঘটা করে আনলি মাকে করলি কত আয়োজন,
 আজকে আবার সেই মা-কেই কেমনে দিবি বিসর্জন? #বিসর্জন

#বিসর্জন

eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

হাই রে ওরে বাঙালি জাতি তোদের নাটক দেখলে হাসি পায়,
বাস্তবটা দেখার পরে চোখের জলে নিজেকে ভেজায়। 
দূর-দূরান্তে যাচ্ছিস ছুটে দেখতে মাটির মা,
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মায়ের খবরও নিলি না।
স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলি মাটির প্রতিমা,
নিজের মায়ের তুলসীমালা সেটাও জোটে না।
মাটির মায়ের ঘর বানাতে করলি কত পরিশ্রম,
জন্মদাত্রী মায়ের ঠিকানা বল না কেন বৃদ্ধাশ্রম?
কোটি টাকার প্যান্ডেলেতে রাখবি মাটির মা,
নিজের বাড়িতে জননী মায়ের তো জায়গা হল না।
মাটির মায়ের সামনে দিলি কতই-না রাজভোগ,
দেখনা চেয়ে গর্ভধারিনী পোহাচ্ছে দুর্ভোগ।
করবি যদি মায়ের বিচার কোনটা আসল মা,
হারিয়ে যা না একটা কোথাও বাড়ি ফিরিস না।
দেখবি খুঁজে কোন মা তোর বসে আছে পথ চেয়ে,
ফিরলে বাড়ি কোন মা বলে নে না খোকা খেয়ে।
কোন মায়ের ঘুম আসে না তোর শরীর খারাপ হলে,
নিজে না খেয়ে কোন মা খাবার তোর মুখে দেয় তুলে?
তখন যদি বুঝতে পারিস কোনটা আসল মা,
সেই মায়ের পায়ে অঞ্জলিটা দিতে ভুলিস না। #আসল মা

#আসল মা #poem

eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

দশ হাতে দশ অস্ত্র নিয়ে আসছে রে মা দশভূজা,
চারিদিকে পুজোর গন্ধ, ঘন্টা, কাশর, ঢাক বাজা।
ছেলে মেয়ে সঙ্গে নিয়ে আসবে রে মা বাপের বাড়ি,
ছেলে পরবে ধুতি-পাঞ্জাবী আর মেয়ে পরবে ঢাকাই শাড়ি।
গনেশ টা যে বেজায় পেটুক, লাড্ডু যে তার চাই,
সঙ্গে আবার ইঁদুরটাকে সামলানোটাই বড় দায়।
কার্তিক টাকে দেখতে ভারী মিষ্টি লাগে বেশ,
ময়ূরটার ওই পিঠে চড়ে ঘুরবে সারা দেশ।
সরস্বতী গান ধরেছে বাজিয়ে ওই বীনা
রাজহাঁসটাও নিয়েছে পিছু, কি করে করি মানা ?
লক্ষ্মীটা ও ভারী চঞ্চল কথাই শোনে না,
পেঁচাটাকে না সঙ্গে নিয়ে কোত্থাও যাবেনা।
মা দুর্গা আসবে রে ভাই, সিংহ মামার পিঠে চড়ে,
পায়ের নিচে মহিষাসুর নিরুপায় হয়ে আছে পড়ে।
মাঠ ছেয়েছে কাশফুলে আর শিউলির গন্ধে বাতাস,
আকাশ ভেঙে মেঘ নেমেছে তাতেই সবাই হতাশ
পুজোর সময় হবে না বৃষ্টি, কোরো নাকো ভয়,
সবাই মিলে জোরসে বলো- "দূর্গা মা কি, জয়"
eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

सीने में जगह ना मिले तो पैर के नीचे देना।
अगर मेरी गलती हुई तो मुझे छोड़कर मात याना।।
वचन देता हूं ना कहूंगा मेरी दुख की बात।
अगर कुछ भी बुराई हुआ तो ना छोडूंगा तेरा साथ।। love

love

eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

তুমি তো দেখছি খুব স্বার্থপর,
নিজের জন্মদিন টা তো বেশ ভালো মন্দ খাবার দিয়েই পালন করছো। 
একটু নয়ন তুলে চেয়ে দেখো,
আজও শহরের অলিতে গলিতে কত লোক অভুক্ত আছে। 
অবশ্য তুমি দেখবেই বা কি করে ?
প্যান্ডেলের ওই ঝলমলে আলোতে তো তোমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। 
আর ওই কান ফাটানো মাইকের আওয়াজ-
তাতে তো তুমি আজ বধির হয়ে গেছো। 
একটু চেয়ে দেখো আজও সীমান্তে পালিত হচ্ছে আমার ভগবানের জন্মদিন,
হয়তো খোলা আকাশের নিচে, কোন পরিবার-পরিজন ছাড়াই। 
আজও অনেক ভারত মাতার সন্তানের জন্ম দিন পালিত হচ্ছে
শুধুমাত্র পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এর সাথে। 
তবুও সেই মায়েরা বিশ্বাস রেখেছে তোমার উপরে,
হয়তো তুমি তাদের কাছে সবথেকে প্রিয় সন্তান। ভগবানের জন্মদিন

ভগবানের জন্মদিন #poem

eede227661e4763cea0a8fc68add310d

সুকান্ত সরকার

হ্যাঁ স্বার্থান্বেষী ভদ্রলোক তোমরা হয়তো পারবে 
আমার জীবনের গতিটাকে থমকে দিতে,
হয়তো পারবে, আমার জীবনের স্পন্দন টা থামিয়ে দিয়ে
আমার জীবন প্রদীপ টাকে নিভিয়ে দিতে ।
কিন্তু পারবে কি আমার চিন্তাধারা বদলে দিতে ?
পারবে কি আমার এই কলমটা কে আটকাতে ?
কখনোই না,
হতে পারি আমি ক্ষুদ্র, আমি তুচ্ছ,কিন্তু আমি দুর্বল নই।
আমি ততদিন লিখব যতদিন এই সমাজে অত্যাচার হবে,
শুধুমাত্র সেই অত্যাচারীদের মুখোশটা খুলে দিতে।
আমি ততদিন লিখব যতদিন অত্যাচারিতরা থাকবে,
শুধুমাত্র তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য। 
আমি ততদিন লিখব যতদিন এই প্রকৃতি থাকবে,
শুধুমাত্র এই সুন্দর প্রকৃতির বর্ণনা করার জন্য। 
আমি ততদিন লিখব যতদিন এই পৃথিবীতে প্রেমিক প্রেমিকা থাকবে,
শুধুমাত্র তাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য।
আমি ততদিন লিখব যতদিন এই যুবসমাজ থাকবে,
শুধুমাত্র তাদের চিন্তা ধারাকে প্রসারিত করার জন্য।
কিন্তু আমি লিখব, আমাকে যে লিখতেই হবে
সমাজ যে দায়িত্ব আমায় দিয়েছে তা আমি পালন করবই।
        
                                                                                                    ✍️ # commitment

# commitment #poem


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile