Nojoto: Largest Storytelling Platform

১২ দিন। দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২

১২ দিন। দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। 

আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। 

জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর অত মাথা ব্যথা নেই অন্যর জীবন নিয়ে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম আমি যেই ভাবে কারোর কথা ভাবি, সামনের লোক সেটা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এত বার ক্ষত হওয়ার পড়ে, এত বার বেহুশ হয়ে যদি আমি আবার দাঁড়াতে পারছি, তার মানে কিছু তো একটা আছে যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। যে আছে সবসময় আমার কাছ, তাই আমি হারিনি। তার সাথে সাথে, আরেকটা জিনিস আছে যেটা আমার ভেতরে ঢুকে আমাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন জীবন কি ভাবে চালাতে হয়।

©Ananta Dasgupta #anantadasgupta #Nojoto #Bengali #bengalistory #bengaliwriting
১২ দিন। দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। 

আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। 

জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর অত মাথা ব্যথা নেই অন্যর জীবন নিয়ে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম আমি যেই ভাবে কারোর কথা ভাবি, সামনের লোক সেটা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এত বার ক্ষত হওয়ার পড়ে, এত বার বেহুশ হয়ে যদি আমি আবার দাঁড়াতে পারছি, তার মানে কিছু তো একটা আছে যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। যে আছে সবসময় আমার কাছ, তাই আমি হারিনি। তার সাথে সাথে, আরেকটা জিনিস আছে যেটা আমার ভেতরে ঢুকে আমাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন জীবন কি ভাবে চালাতে হয়।

©Ananta Dasgupta #anantadasgupta #Nojoto #Bengali #bengalistory #bengaliwriting
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon34