পেঁচা নিশাচর যে কষ্ট সইতে পারে না সে ... অমন জ্বলজ্বলে আলোর মাঝে চোখে তো দেখেই না, দমবন্ধ হয়ে আসে !! ************ তবু মা লক্ষ্মীর তাকে চাই ই চাই ... আর কতদিন সইবে সে এমন যন্ত্রণা ভাই !! ************* তারওপর সামনেই থাকা ওই গণেশ’বাবার মূষীক’টি ... খাওয়া তো দূর, ছোঁয়াও যাবে না মায়ের এমন কড়া দৃষ্টি !!?? #Durga