Nojoto: Largest Storytelling Platform

White মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানো? কথ

White মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানো? 
কথার..
কথা বলার ধরণ,  অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন।
কথা দিয়ে মেরে ফেলা যায়। 
কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়।
কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।
কথা দিয়ে সম্পর্ক যেমন গড়ে তোলা যায় তেমনই ভেঙেও ফেলা যায়। 
কথা দিয়ে পাষাণ হৃদয় কে গলিয়ে ফেলা যায় আবার কথা দিয়েই যোদ্ধা তৈরী করা যায়। 
কথা দিয়েই ভালোবাসার গভীরে ডুবিয়ে দেওয়া যায়। 
আমি ঠিক তোমার কথারই প্রেমে পড়েছিলাম। 
শুধু কথা নয়, তোমার ব্যক্তিত্ব তোমার রুচিবোধেরও প্রেমে পড়েছিলাম। 
তোমার সান্নিধ্য পেতে আমার বড়ই ভালো লাগতো। 
আসলে তোমার সাথে  কথা বলতে  বলতেই আমার গোছানো পৃথিবীটা কেমন  এলোমেলো হয়ে গিয়েছিল। 
হারিয়ে গিয়েছিলাম তোমার কথার শব্দ চয়নে। 
ডুবে গিয়েছিলাম তোমার স্বরের সমুদ্রে। 
সিক্ত হয়েছিলাম তোমার কথা বলার ধরণের ঝর্ণায়। 
তোমার ব্যক্তিত্ব, অভিরুচি, কথার ধরণ টাই এমন, যে কেউ তোমার প্রেমে পড়তে বাধ্য। 
আর তুমিও সেই প্রেমের সমুদ্রে পথ হারিয়েছো এদিকের যেদিকের পথ আমার খোলা জানালার দিকে আসে।

©Tandra Majumder Nath
  কথা 
কলম ও কন্ঠে তন্দ্রা 
#Hope #কথা #poem #poetry

কথা কলম ও কন্ঠে তন্দ্রা #Hope #কথা #poem poetry #কবিতা

144 Views