Nojoto: Largest Storytelling Platform

আরজি করের সাত জনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালত

আরজি করের সাত জনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালতে, শুনানিতে উঠল ‘প্রভাব খাটানোর’ শঙ্কাও

আরজি করে কর্মরত সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করার অনুরোধ জানালেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা ইন্দিরার।

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল ‘প্রভাবশালী’ তত্ত্ব। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর আইনজীবী করুণা নন্দী উভয়ের মুখেই উঠে আসে একাংশের প্রভাব খাটানোর আশঙ্কা। ইন্দিরা আদালতে জানান, তদন্তের আওতায় থাকা সাত জন এখনও আরজি কর হাসপাতালে কর্মরত। যে হেতু তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন, সে ক্ষেত্রে তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে সন্দেহ করছেন ইন্দিরা। আইনজীবীর আবেদন, ডাক্তারদের মনে আস্থা ফেরাতে ওই সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করা হোক। তিনি প্রশ্ন করেন, “যদি এঁরা এখনও ক্ষমতায় বসে থাকেন, তা হলে আমরা (জুনিয়র ডাক্তারেরা) কী ভাবে কাজ চালিয়ে যাওয়ার আশা করতে পারি?”

©BANGLE TIMES #R_G_Kar_Case_Hearing
আরজি করের সাত জনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালতে, শুনানিতে উঠল ‘প্রভাব খাটানোর’ শঙ্কাও

আরজি করে কর্মরত সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করার অনুরোধ জানালেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা ইন্দিরার।

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল ‘প্রভাবশালী’ তত্ত্ব। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর আইনজীবী করুণা নন্দী উভয়ের মুখেই উঠে আসে একাংশের প্রভাব খাটানোর আশঙ্কা। ইন্দিরা আদালতে জানান, তদন্তের আওতায় থাকা সাত জন এখনও আরজি কর হাসপাতালে কর্মরত। যে হেতু তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন, সে ক্ষেত্রে তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে সন্দেহ করছেন ইন্দিরা। আইনজীবীর আবেদন, ডাক্তারদের মনে আস্থা ফেরাতে ওই সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করা হোক। তিনি প্রশ্ন করেন, “যদি এঁরা এখনও ক্ষমতায় বসে থাকেন, তা হলে আমরা (জুনিয়র ডাক্তারেরা) কী ভাবে কাজ চালিয়ে যাওয়ার আশা করতে পারি?”

©BANGLE TIMES #R_G_Kar_Case_Hearing
bangletimes2800

BANGLE TIMES

New Creator