আন্তর্জাতিক আইন মেনে তিস্তার জলের ভাগ দাবি ইউনূসের অন্তর্বর্তী একটি সরকারের অনির্বাচিত প্রধান হলেও আঞ্চলিক রাজনীতিতে ভূমিকা রাখার মনোবাসনা জানিয়েছেন ইউনূস। ৬ সেপ্টেম্বর: অবিলম্বে তিস্তার জলের ন্যায্য ভাগ দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই ভাগ হতে হবে আন্তর্জাতিক নিয়ম-নীতি অনুসারে। ইউনূস বলেন, অনেকে বলেন— তিস্তার জলের ভাগ নিয়ে আলোচনা মনমোহন সিংহের আমলে শুরু। আসলে এই আলোচনা শুরু হয়েছে তারও অনেক অনেক আগে পাকিস্তানের শাসনামলে। ভারত সরকারের কৌশল হচ্ছে এই বিষয়ে আলোচনাকে পিছিয়ে দেওয়া। কিন্তু এই কৌশলে ভারত ও বাংলাদেশ, কারওই কোনও লাভ হচ্ছে না। সুতরাং, তিস্তার জলের ন্যায্য হিস্যা চেয়ে তিনি ভারতের কাছে দরবার করেই যাবেন। ইউনূসের কথায়, “আন্তর্জাতিক নিয়ম মানতে গিয়ে দেখা গেল, যে পরিমাণ জল আমরা পাচ্ছি, তা আমাদের মনোমত নয়। তার পরেও আমরা চুক্তিতে স্বাক্ষর করব। কারণ দু’দেশের সম্পর্কের স্বার্থে তিস্তার জলবণ্টন নিয়ে মতভেদের একটা মীমাংসা হওয়া জরুরি।” ©BANGLE TIMES #India_Bangladesh_Relation