Nojoto: Largest Storytelling Platform

একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাক

একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তার আগে সবার সাথে প্রেম করে বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে।
তবে বলবো বাচ্চাদের প্রতি সেই ছোট থেকে আমার বিশেষ দুর্বলতা
আপন সন্তানের মতো কাছে টেনে নেই ওদের পাইনি করোনা তুমি মাথা ব্যথা।
নিজের বয়স করবোনা আমি গোপন , আমি কিন্তু নয় অন্যদের মতন।
টাইম কাকিমা জেঠিমা মাসিমা যে নামেই ডাকো আমি খুব খুশি
প্রতিটা শব্দের শেষে যে মা আছে আর আমি ভীষণ ভালোবাসি।
কচি কচি চারা গাছে জল দিয়ে খুব যত্ন করে
ফুল ফুটলে গাছগুলোতে আনন্দে মনটা যায় ভরে।
সব সময় সতর্ক থাকি আর দেই পাহারা, ছাগল না ঢোকে বাগানে না আসে দুষ্টু ভ্রমরা।
গাছ হতে পারব না আমি তাই হতে চাই বাগানের মালি
আমার হৃদয়পুষ্প দিতে চাই তোমার পায়ে  অঞ্জলি।
কৌসাল্যা বা দেবকী নাইবা হলাম হতে চাই যশোদা মাতা 
কৃষ্ণ বললাম দাম সুদাম বসুধাম সবার জন্যই আমার অঞ্চল পাতা।
 একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তারা কি সবার সাথে প্রেম করে? বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে।
একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তার আগে সবার সাথে প্রেম করে বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে।
তবে বলবো বাচ্চাদের প্রতি সেই ছোট থেকে আমার বিশেষ দুর্বলতা
আপন সন্তানের মতো কাছে টেনে নেই ওদের পাইনি করোনা তুমি মাথা ব্যথা।
নিজের বয়স করবোনা আমি গোপন , আমি কিন্তু নয় অন্যদের মতন।
টাইম কাকিমা জেঠিমা মাসিমা যে নামেই ডাকো আমি খুব খুশি
প্রতিটা শব্দের শেষে যে মা আছে আর আমি ভীষণ ভালোবাসি।
কচি কচি চারা গাছে জল দিয়ে খুব যত্ন করে
ফুল ফুটলে গাছগুলোতে আনন্দে মনটা যায় ভরে।
সব সময় সতর্ক থাকি আর দেই পাহারা, ছাগল না ঢোকে বাগানে না আসে দুষ্টু ভ্রমরা।
গাছ হতে পারব না আমি তাই হতে চাই বাগানের মালি
আমার হৃদয়পুষ্প দিতে চাই তোমার পায়ে  অঞ্জলি।
কৌসাল্যা বা দেবকী নাইবা হলাম হতে চাই যশোদা মাতা 
কৃষ্ণ বললাম দাম সুদাম বসুধাম সবার জন্যই আমার অঞ্চল পাতা।
 একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তারা কি সবার সাথে প্রেম করে? বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে।

একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত? বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়। সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না। তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ। কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের কিন্তু তারা কি সবার সাথে প্রেম করে? বোধহয় না কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা। হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে। #yqdada #রাতের_কবিতা #মায়ের_ভালবাসা #আজেবাজে_লেখা