Nojoto: Largest Storytelling Platform

কর্মবিরতি তুলে আন্দোলন! ধর্মতলায় ধর্না, ঘড়ি রেখে

কর্মবিরতি তুলে আন্দোলন! ধর্মতলায় ধর্না, ঘড়ি রেখে সরকারকে সময়সীমা বেঁধে আমরণ অনশনের ঘোষণা

কর্মবিরতি তুলে নতুন পথে আন্দোলন শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায় লাগাতার আন্দোলন চালাবেন তাঁরা। পাশাপাশি, তাঁদের দাবি মানার জন্য সরকারকে সয়মসীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি উঠবে, দিনভর এই আলোচনাই চলেছে বিভিন্ন মহলে। কর্মবিরতি উঠলে তাঁদের আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জুনিয়র ডাক্তারদের প্যান জিবি (জেনারেল বডি) বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচির রূপরেখা। শুধু ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। ঠিক হয়েছিল এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় এসে তাঁরা আগামী আন্দোলনের কথা জানাবেন। সেই মতো শুক্রবার রাতে জল্পনার অবসান ঘটিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। তবে কর্মবিরতি তুললেও আন্দোলন থামছে না, তা স্পষ্ট করে দেন তাঁরা। ঘোষণা, রাত থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ধর্নামঞ্চে তাঁরা একটি বড় ঘড়ি টাঙিয়ে দেন। সেই ঘড়িকে সামনে রেখে রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তারেরা। যদি ২৪ ঘণ্টার মধ্যে সরকার তাঁদের দাবি না মানে তবে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

©BANGLE TIMES #R_G_Kar_Protest
কর্মবিরতি তুলে আন্দোলন! ধর্মতলায় ধর্না, ঘড়ি রেখে সরকারকে সময়সীমা বেঁধে আমরণ অনশনের ঘোষণা

কর্মবিরতি তুলে নতুন পথে আন্দোলন শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায় লাগাতার আন্দোলন চালাবেন তাঁরা। পাশাপাশি, তাঁদের দাবি মানার জন্য সরকারকে সয়মসীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি উঠবে, দিনভর এই আলোচনাই চলেছে বিভিন্ন মহলে। কর্মবিরতি উঠলে তাঁদের আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জুনিয়র ডাক্তারদের প্যান জিবি (জেনারেল বডি) বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচির রূপরেখা। শুধু ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। ঠিক হয়েছিল এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় এসে তাঁরা আগামী আন্দোলনের কথা জানাবেন। সেই মতো শুক্রবার রাতে জল্পনার অবসান ঘটিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। তবে কর্মবিরতি তুললেও আন্দোলন থামছে না, তা স্পষ্ট করে দেন তাঁরা। ঘোষণা, রাত থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ধর্নামঞ্চে তাঁরা একটি বড় ঘড়ি টাঙিয়ে দেন। সেই ঘড়িকে সামনে রেখে রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তারেরা। যদি ২৪ ঘণ্টার মধ্যে সরকার তাঁদের দাবি না মানে তবে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

©BANGLE TIMES #R_G_Kar_Protest
bangletimes2800

BANGLE TIMES

New Creator