Nojoto: Largest Storytelling Platform

মোদী-পুতিনের বন্ধুত্ব নিয়ে ‘উদ্বিগ্ন’ আমেরিকা! ভার

মোদী-পুতিনের বন্ধুত্ব নিয়ে ‘উদ্বিগ্ন’ আমেরিকা! ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে কী বলল ওয়াশিংটন

মোদীর রুশ সফরের দিকে যে পশ্চিমি দুনিয়ার যে নজর রয়েছে, তা দাবি করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি দাবি করেন, মোদীর রাশিয়া সফরে ঈর্ষাকাতর পশ্চিমি দুনিয়া।

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ‘উদ্বিগ্ন’ আমেরিকা। সোমবারই দু’দিনের সফরে রাশিয়া গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন মস্কোয় রয়েছেন, সে সময়ই আমেরিকার তরফে উদ্বেগের কথা শোনা গেল। তা ছাড়া মোদীর রুশ সফরের দিকে যে পশ্চিমি দুনিয়ার নজর রয়েছে, তা সম্প্রতি দাবি করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি দাবি করেন, মোদীর রাশিয়া সফরে ঈর্ষাকাতর পশ্চিমি দুনিয়া। কূটনৈতিক মহলের অনেকের মতে, নাম না করে আমেরিকাকেই নিশানা করেছেন ক্রেমলিনের মুখপাত্র।

©BANGLE TIMES
  #India_Russia_Relationship