সেই দুই নারী, সেই প্রথম পুরুষ! বিতর্কের ইতিহাস পিছনে ফেলে আমেরিকার নির্বাচনে তিন ‘প্রাক্তন’ নব্বইয়ের দশকের শেষ দিকে দু’জনের ‘অবৈধ’ প্রেমকাহিনি নিয়ে মুচমুচে গল্প কম লেখা হয়নি। তার পর নায়াগ্রা প্রপাত দিয়ে অনেক জল বয়েছে। কেচ্ছার কলঙ্ক মাথায় নিয়েই আমেরিকার প্রেসিডেন্ট পদে থেকে গিয়েছেন সেই পুরুষ। দুই নারী। দু’জনেই প্রাক্তন। প্রথম জন আমেরিকার ‘প্রাক্তন’ ফার্স্ট লেডি। দ্বিতীয় জন আমেরিকার প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউসের ‘প্রাক্তন’ ইন্টার্ন। দু’জনের মধ্যে এক পুরুষ। তিনিও প্রাক্তন। আমেরিকার ‘প্রাক্তন’ প্রেসিডেন্ট। ©BANGLE TIMES #US_Presidential_Election_2024