Nojoto: Largest Storytelling Platform

কিসের জন্য একটি মিথ্যে কল্পনার মধ্যে বসবাস করা? ক

কিসের জন্য একটি মিথ্যে কল্পনার মধ্যে বসবাস করা? 
কিসের জন্য এত রকমের নানান ধরনের স্বপ্ন ধরা? 
কেন মোছা যাচ্ছে না জমাট বাঁধা কিছু স্মৃতি? 
কেন মনের প্রশ্নের ওপরে পড়ছে না, একটা পরম ইতি?
কেন এমন অশান্তি, যেখানে শ্বাস অবরোধ হয়ে? 
কেন এমন ভালবাসা যেখানে নিজেকে বোকা বোধ হয়? 
চোখের সামনে শেষ দেখার পরেও কেন পুরোনো পৃষ্ঠা পালটানো হয়ে? 
কেন একই হাঁসি, একই কথা, একই চেহারা বার বার মনকে দেখানো হয়? 
কেন আর মনের কথা মনে রাখতে ইচ্ছা করে না? 
কেন আর সেই কথা বলতেও ইচ্ছা করে না?

©Ananta Dasgupta #hearts #anantadasgupta #lovehurts #bengalilove #Bengali_poem #bengaliquote
কিসের জন্য একটি মিথ্যে কল্পনার মধ্যে বসবাস করা? 
কিসের জন্য এত রকমের নানান ধরনের স্বপ্ন ধরা? 
কেন মোছা যাচ্ছে না জমাট বাঁধা কিছু স্মৃতি? 
কেন মনের প্রশ্নের ওপরে পড়ছে না, একটা পরম ইতি?
কেন এমন অশান্তি, যেখানে শ্বাস অবরোধ হয়ে? 
কেন এমন ভালবাসা যেখানে নিজেকে বোকা বোধ হয়? 
চোখের সামনে শেষ দেখার পরেও কেন পুরোনো পৃষ্ঠা পালটানো হয়ে? 
কেন একই হাঁসি, একই কথা, একই চেহারা বার বার মনকে দেখানো হয়? 
কেন আর মনের কথা মনে রাখতে ইচ্ছা করে না? 
কেন আর সেই কথা বলতেও ইচ্ছা করে না?

©Ananta Dasgupta #hearts #anantadasgupta #lovehurts #bengalilove #Bengali_poem #bengaliquote
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon28