Nojoto: Largest Storytelling Platform

অয়নের কাছে কোন উপায় নেই আর। এত দিন পড়েও যদি কোন

অয়নের কাছে কোন উপায় নেই আর। এত দিন পড়েও যদি কোন একটা যায়গায় ও দুর্বল রয়েছে তো ঈশা হল সেই জায়গা। 

"তোমার বিয়ের পর আমি প্রায় এক মাস নানান জিনিসের মধ্যে জড়িয়ে যাই। স্মোকিং, প্যানিক এট্যাক, ইনসমনিয়া..... মেডিকেশনের মধ্যে ছিলাম আর একমাত্র সংকল্পই ছিল যে আমার সমস্ত বৃত্তান্ত জানত। আমার প্রতি বন্ধুত্বর জন্যই ও এই সবের কারণ তোমাকে ভাবে।" অয়ন একটু থামল যখন ঈশার মুখে একটা চাপা কষ্ট দেখতে পেয়েছে। 

"কারনটা খুবই বোকা বোকা, এইজন্যই তোমাকে বলছিলাম না। প্লিজ়, কিছু মনে কর না।" অয়ন না চেয়েও এই এত দিনের কথা বলে দিয়েছে। ঈশা বুঝতে পাড়ে অয়ন কোন পরিস্থিতি দিয়ে গেছে, হয়তো এখনও যাচ্ছে। কিন্তু ওর কাছে কিছু করার নেই। ঈশা যেই রাস্তায় এগিয়ে গেছে, ওখানে দুর দুরান্তের মধ্যেও অয়ন আসেনা। 

"পেয়ে গেছ উত্তর। হয়েছে শান্তি। চলো এবার।" অয়ন আর ঈশা এগিয়ে গেল একটা স্টলের দিকে। 

"কিরে? কতখানি সময় লাগে তোর? লিফটেও মিটিং নিচ্ছিলি?" অয়নের হাতে চা দিয়ে কার্তিক জিজ্ঞাসা করল। 

"না, না। যতক্ষণ দিতি আসবে না, ও নিচে আসেনা।" পিছন থেকে রহিম বলল। ঈশা এই সব দেখছে কিন্তু ওর নজর সংকল্পের দিকে। 
"তোরা থামবি? এমনিতেই আমার মুড ভালো নেই।" অয়ন এই কথাটা শেষ করতেই ওকে পিছন থেকে একজন জড়িয়ে ধরে। এক সেকেন্ডের জন্য ঈশাও অবাক হয়ে গেছে। 

"কি হয়েছে তোমার? তোমার কিছু হলে আমার ভালো লাগে না। তুমি একবার বলো, আমি কি করব?" অয়ন বুঝতে পারে এইটা দিতি। 

"আপাতত আমাকে ছার। এই করে গত বার আমার সাদা শার্টে চা ফেলে ছিলি।" দিতির হাত ধরে ওকে সামনে দাড় করায়।

"এই নাটক রোজ হয়।" অয়ন ঈশার দিকে তাকিয়ে বলল। "তোমার পরিচয় করিয়ে দেই। এরা আমার ডিপার্টমেন্টের লোক।" 

"কার্তিক, রহিম। সামনে যে বসে আছে ও হল আর্য। সংকল্পকে তুমি দেখে নিয়েছ আর এ হল দিতি।" 
অয়নের পরিচয় করাতেই, দিতি সামনে এসে বলল- "অয়নের হবু স্ত্রী।"

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Storywriting #bengaliquote
অয়নের কাছে কোন উপায় নেই আর। এত দিন পড়েও যদি কোন একটা যায়গায় ও দুর্বল রয়েছে তো ঈশা হল সেই জায়গা। 

"তোমার বিয়ের পর আমি প্রায় এক মাস নানান জিনিসের মধ্যে জড়িয়ে যাই। স্মোকিং, প্যানিক এট্যাক, ইনসমনিয়া..... মেডিকেশনের মধ্যে ছিলাম আর একমাত্র সংকল্পই ছিল যে আমার সমস্ত বৃত্তান্ত জানত। আমার প্রতি বন্ধুত্বর জন্যই ও এই সবের কারণ তোমাকে ভাবে।" অয়ন একটু থামল যখন ঈশার মুখে একটা চাপা কষ্ট দেখতে পেয়েছে। 

"কারনটা খুবই বোকা বোকা, এইজন্যই তোমাকে বলছিলাম না। প্লিজ়, কিছু মনে কর না।" অয়ন না চেয়েও এই এত দিনের কথা বলে দিয়েছে। ঈশা বুঝতে পাড়ে অয়ন কোন পরিস্থিতি দিয়ে গেছে, হয়তো এখনও যাচ্ছে। কিন্তু ওর কাছে কিছু করার নেই। ঈশা যেই রাস্তায় এগিয়ে গেছে, ওখানে দুর দুরান্তের মধ্যেও অয়ন আসেনা। 

"পেয়ে গেছ উত্তর। হয়েছে শান্তি। চলো এবার।" অয়ন আর ঈশা এগিয়ে গেল একটা স্টলের দিকে। 

"কিরে? কতখানি সময় লাগে তোর? লিফটেও মিটিং নিচ্ছিলি?" অয়নের হাতে চা দিয়ে কার্তিক জিজ্ঞাসা করল। 

"না, না। যতক্ষণ দিতি আসবে না, ও নিচে আসেনা।" পিছন থেকে রহিম বলল। ঈশা এই সব দেখছে কিন্তু ওর নজর সংকল্পের দিকে। 
"তোরা থামবি? এমনিতেই আমার মুড ভালো নেই।" অয়ন এই কথাটা শেষ করতেই ওকে পিছন থেকে একজন জড়িয়ে ধরে। এক সেকেন্ডের জন্য ঈশাও অবাক হয়ে গেছে। 

"কি হয়েছে তোমার? তোমার কিছু হলে আমার ভালো লাগে না। তুমি একবার বলো, আমি কি করব?" অয়ন বুঝতে পারে এইটা দিতি। 

"আপাতত আমাকে ছার। এই করে গত বার আমার সাদা শার্টে চা ফেলে ছিলি।" দিতির হাত ধরে ওকে সামনে দাড় করায়।

"এই নাটক রোজ হয়।" অয়ন ঈশার দিকে তাকিয়ে বলল। "তোমার পরিচয় করিয়ে দেই। এরা আমার ডিপার্টমেন্টের লোক।" 

"কার্তিক, রহিম। সামনে যে বসে আছে ও হল আর্য। সংকল্পকে তুমি দেখে নিয়েছ আর এ হল দিতি।" 
অয়নের পরিচয় করাতেই, দিতি সামনে এসে বলল- "অয়নের হবু স্ত্রী।"

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Storywriting #bengaliquote