ধৃত সিভিকই ধর্ষণ ও খুনে জড়িত! আর কী আছে ৪৫ পাতার চার্জশিটে, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন সিবিআই আদালতে যে ৪৫ পাতার চার্জশিট পেশ করেছে, তা রয়েছে আনন্দবাজার অনলাইনের হেফাজতেও। তার পরতে পরতে উল্লেখ রয়েছে যে, ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত কেবল ধৃত সিভিকই। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারই জড়িত। মঙ্গলবার নিম্ন আদালতে যে ৪৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই, তা আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে। সেই চার্জশিটের পাতায় পাতায় উল্লেখ রয়েছে অভিযুক্তের বিস্তারিত গতিবিধি। রয়েছে আরও তদন্তে নেমে পাওয়া আরও নানা তথ্যও। সিবিআইয়ের চার্জশিটে নির্যাতিতাকে ‘ভি’ (ভিক্টিম) বলে উল্লেখ করেছে। তবে সর্বত্রই ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করেছে। ©BANGLE TIMES #R_G_Kar_Incident