Nojoto: Largest Storytelling Platform

নারী নারী সবার‌ নাড়িতেই বাধা টানটা ক'জন বোঝে? মেয

নারী
নারী সবার‌ নাড়িতেই বাধা
টানটা ক'জন বোঝে?
মেয়ের বুকেও মন আছে
তবু শরীরটাকেই খোঁজে।
জ্যান্ত মেয়ে চিতায় তুলে
হর্ষধ্বনি কত
দুমুঠো চালে শোধ করে দে
ঋণ ছিল তোর যত ।
অবলা তুমি, নির্বোধ খুব,
বন্দী "না" এর গন্ডীতে
স্নেহ-মায়ায়-ধর্ম-পাপে
পারোনি তা তো খন্ডিতে।
তোমার জন্য হাজার ব্রত,
হিজাব সিঁন্দুর চুড়ি,
শরীরে এঁকে কালশিটে দাগ
দেখায় বাহাদুরি।
প্রতিমা গড়ে দেবীর পূজা
মা'র জোটে না ভাত,
কন্যাভ্রুণ পড়লে ধরা
করাও গর্ভপাত!
আর কতকাল স‌ইবে নারী?
মমতা যাও ভুলে ;
চন্ডী রূপে এগিয়ে এসো
খড়্গ হাতে তুলে।
পৃথিবী জুড়ুক সাম্যবাদে
মুছে দিয়ে লিঙ্গভেদ,
নারী পুরুষ আনন্দে বাঁচুক
ভুলে লিঙ্গের খেদ। #আজনারীদিবস #নারী #নারীদিবস #নারীদিবস২০২১ #yqbaba #banglakobita #বাংলা_কবিতা #collab
নারী
নারী সবার‌ নাড়িতেই বাধা
টানটা ক'জন বোঝে?
মেয়ের বুকেও মন আছে
তবু শরীরটাকেই খোঁজে।
জ্যান্ত মেয়ে চিতায় তুলে
হর্ষধ্বনি কত
দুমুঠো চালে শোধ করে দে
ঋণ ছিল তোর যত ।
অবলা তুমি, নির্বোধ খুব,
বন্দী "না" এর গন্ডীতে
স্নেহ-মায়ায়-ধর্ম-পাপে
পারোনি তা তো খন্ডিতে।
তোমার জন্য হাজার ব্রত,
হিজাব সিঁন্দুর চুড়ি,
শরীরে এঁকে কালশিটে দাগ
দেখায় বাহাদুরি।
প্রতিমা গড়ে দেবীর পূজা
মা'র জোটে না ভাত,
কন্যাভ্রুণ পড়লে ধরা
করাও গর্ভপাত!
আর কতকাল স‌ইবে নারী?
মমতা যাও ভুলে ;
চন্ডী রূপে এগিয়ে এসো
খড়্গ হাতে তুলে।
পৃথিবী জুড়ুক সাম্যবাদে
মুছে দিয়ে লিঙ্গভেদ,
নারী পুরুষ আনন্দে বাঁচুক
ভুলে লিঙ্গের খেদ। #আজনারীদিবস #নারী #নারীদিবস #নারীদিবস২০২১ #yqbaba #banglakobita #বাংলা_কবিতা #collab