Nojoto: Largest Storytelling Platform

ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসককে মারধর এবং ভাঙচুর! গ

ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসককে মারধর এবং ভাঙচুর! গোটা বাংলাদেশে কর্মবিরতিতে চিকিৎসকেরা

এক পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে ঢাকা মেডিক্যাল কলেজে। পড়ুয়া মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।

এ বার বাংলাদেশে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিলেন। গোটা দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা কোনও পরিষেবা দেওয়া হবে না জানানো হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছেন। তাঁদের দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদেরই চিকিৎসা করা হবে। বাকি পরিষেবা আপাতত বন্ধ থাকবে।

©BANGLE TIMES
  #Bangladesh_Unrest