Nojoto: Largest Storytelling Platform

অনশনমঞ্চে অসুস্থ তনয়া, শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে

অনশনমঞ্চে অসুস্থ তনয়া, শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরেই পাঠানো হল হাসপাতালে

সোমবার রাতে অনশন মঞ্চ থেকে শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার তনয়া। তার পরে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করানো হল।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হল আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে। সোমবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। তবু ‘আমরণ অনশন’ চালিয়ে যেতে চেয়েছিলেন তনয়া। রাতে অনশন মঞ্চের পাশের শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের ওই জুনিয়র ডাক্তার। তার পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তনয়া কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক।

©BANGLE TIMES #R_G_Kar_Protest
অনশনমঞ্চে অসুস্থ তনয়া, শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরেই পাঠানো হল হাসপাতালে

সোমবার রাতে অনশন মঞ্চ থেকে শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার তনয়া। তার পরে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করানো হল।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হল আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে। সোমবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। তবু ‘আমরণ অনশন’ চালিয়ে যেতে চেয়েছিলেন তনয়া। রাতে অনশন মঞ্চের পাশের শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের ওই জুনিয়র ডাক্তার। তার পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তনয়া কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক।

©BANGLE TIMES #R_G_Kar_Protest
bangletimes2800

BANGLE TIMES

New Creator