Nojoto: Largest Storytelling Platform

আইপিএলে টিকে থাকল মুম্বই, সূর্যের শতরানে চার ম্যাচ

আইপিএলে টিকে থাকল মুম্বই, সূর্যের শতরানে চার ম্যাচ পর জয়ী হার্দিকরা, ৭ উইকেটে হারল হায়দরাবাদ

হারলেই এ বারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতিতে খেলতে নেমেছিল মুম্বই। সেই চাপ সামলে হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল হার্দিকের দল।


সানরাইজার্স হায়দারাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে টিকে রইল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৮ উইকেটে ১৭৩ রান। জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেটে মুম্বই করল ১৭৪। অপরাজিত শতরান করে মুম্বইয়ের আশা বাঁচিয়ে রাখলেন সূর্যকুমার যাদব।

জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। পর পর আউট হয়ে যান ঈশান কিশন (৭ বলে ৯), রোহিত শর্মা (৫ বলে ৪) এবং নমন ধীর (৯ বলে শূন্য)। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া মুম্বইকে লড়াইয়ে ফেরালেন সূর্যকুমার এবং তিলক বর্মা। চতুর্থ উইকেটের জুটিতে পাল্টা আগ্রাসী ব্যাটিং করে তাঁরা চাপে ফেলার চেষ্টা করেন হায়দরাবাদের বোলারদের।

©BANGLE TIMES
  #MI #SKY
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon88

#mi #Sky #IPL2024

90 Views