Nojoto: Largest Storytelling Platform

আরজি কর নয়, অন্য এক সরকারি হাসপাতালে নিত্য যাতায়াত

আরজি কর নয়, অন্য এক সরকারি হাসপাতালে নিত্য যাতায়াত! দাবি ধৃতের, কী প্রশ্নে কী উত্তর পলিগ্রাফে?

পলিগ্রাফ পরীক্ষার সময় ১০টি প্রশ্ন করা হয়েছিল অভিযুক্তকে। প্রতি ক্ষেত্রেই তিনি দাবি করেছেন, এই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। অন্য এক সরকারি হাসপাতালের নামও করেছেন তিনি, দাবি আইনজীবীর।

আরজি কর নয়, তাঁর সম্বন্ধে জানতে হলে যেতে হবে অন্য একটি সরকারি হাসপাতালে। পলিগ্রাফ পরীক্ষায় এমনটাই দাবি করেছেন আরজি কর-কাণ্ডে ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। তাঁর আইনজীবী জানিয়েছেন, ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। যদিও তাঁর বক্তব্য যাচাই করা প্রয়োজন বলেও মেনে নিয়েছেন আইনজীবী। নিজেকে নির্দোষ প্রমাণিত করতেই অভিযুক্ত পলিগ্রাফ পরীক্ষায় রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

©BANGLE TIMES #Polygraph_Test #RG_Kar
আরজি কর নয়, অন্য এক সরকারি হাসপাতালে নিত্য যাতায়াত! দাবি ধৃতের, কী প্রশ্নে কী উত্তর পলিগ্রাফে?

পলিগ্রাফ পরীক্ষার সময় ১০টি প্রশ্ন করা হয়েছিল অভিযুক্তকে। প্রতি ক্ষেত্রেই তিনি দাবি করেছেন, এই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। অন্য এক সরকারি হাসপাতালের নামও করেছেন তিনি, দাবি আইনজীবীর।

আরজি কর নয়, তাঁর সম্বন্ধে জানতে হলে যেতে হবে অন্য একটি সরকারি হাসপাতালে। পলিগ্রাফ পরীক্ষায় এমনটাই দাবি করেছেন আরজি কর-কাণ্ডে ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। তাঁর আইনজীবী জানিয়েছেন, ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। যদিও তাঁর বক্তব্য যাচাই করা প্রয়োজন বলেও মেনে নিয়েছেন আইনজীবী। নিজেকে নির্দোষ প্রমাণিত করতেই অভিযুক্ত পলিগ্রাফ পরীক্ষায় রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

©BANGLE TIMES #Polygraph_Test #RG_Kar
bangletimes2800

BANGLE TIMES

New Creator