Nojoto: Largest Storytelling Platform

কবিতা :- " প্রেম পুজারি" তোলে ঢাকি ঢাকের আওয়াজ,

কবিতা :- " প্রেম পুজারি"

তোলে ঢাকি ঢাকের আওয়াজ, সকলি মগ্ন দেবী আরাধনায়।
চেয়ে দেখি তুমি, মন্দির প্রাঙ্গণে একাকী এক কোনায়। 
দেবী দশভুজার গমন মন্দিরাসনে, সশব্দে স্ফূলিত আতশ বাজি। 
নাহি ফেরে আঁখি, অপরূপা উদ্ভাসিত নীলাভ শাড়িতে সাজি।। 


ললাটে জমকালো টিপ, শাড়ির কুঁচিতে রঙিন ভালোবাসার ভাঁজ। 
চেরা পটল লোচন, ওষ্ঠপূর্ণ হাসিতে কপোলে হৃদয় স্পর্শ খাঁজ।
মোর শূন্য নির্ভীক মন মন্দির মুক্তাসনে।
বহিছিল সুগন্ধি আরতি মাখা প্রেম প্রভিঞ্জন সমানে। #fera 
#poem 
#eightlines 
#বাংলা_কবিতা 
#tinku_ranjan_mitra
#বাংলালেখা 
#পূজা 
#bangla
কবিতা :- " প্রেম পুজারি"

তোলে ঢাকি ঢাকের আওয়াজ, সকলি মগ্ন দেবী আরাধনায়।
চেয়ে দেখি তুমি, মন্দির প্রাঙ্গণে একাকী এক কোনায়। 
দেবী দশভুজার গমন মন্দিরাসনে, সশব্দে স্ফূলিত আতশ বাজি। 
নাহি ফেরে আঁখি, অপরূপা উদ্ভাসিত নীলাভ শাড়িতে সাজি।। 


ললাটে জমকালো টিপ, শাড়ির কুঁচিতে রঙিন ভালোবাসার ভাঁজ। 
চেরা পটল লোচন, ওষ্ঠপূর্ণ হাসিতে কপোলে হৃদয় স্পর্শ খাঁজ।
মোর শূন্য নির্ভীক মন মন্দির মুক্তাসনে।
বহিছিল সুগন্ধি আরতি মাখা প্রেম প্রভিঞ্জন সমানে। #fera 
#poem 
#eightlines 
#বাংলা_কবিতা 
#tinku_ranjan_mitra
#বাংলালেখা 
#পূজা 
#bangla

#fera #poem #eightlines #বাংলা_কবিতা #tinku_ranjan_mitra #বাংলালেখা #পূজা #Bangla