Nojoto: Largest Storytelling Platform

দেবীর স্বরূপ কোনো না কোনো রুপে বাস করে, সে কখনো য

দেবীর স্বরূপ কোনো না কোনো রুপে বাস করে, 
সে কখনো যায় না, পরোক্ষভাবে সাথে থাকে।
নমস্কার করি প্রত্যেক রুপে বাস করা শক্তিকে, 
নমস্কার করি সেই প্রকৃতিকে যার কোলে বড় হয়েছি। 
নমস্কার করি সেই মা কে যারা সবসময় আমাদের আগলে রাখে।
নমস্কার করি সেই সহচরীদের যারা জীবন যুদ্ধ লড়াইয়ে সাথে থাকে। 
নমস্কার করি সেই প্রেমিকাদের যারা অর্ধাংশ হয়ে যায়। 
নমস্কার করি সেই মেয়েদেরও যারা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। 
নমস্কার করি তাদেরকে যারা সাথে থাকে 
না, কিন্তু অংশীদার হিসেবে নিজের
পরিচিতি রাখে। 
শুভ বিজয়া।

©Ananta Dasgupta #anantadasgupta #shubhobijoya #happydussehra #Dashami #Bengali_poem #bengaliquote #bengalicreation
দেবীর স্বরূপ কোনো না কোনো রুপে বাস করে, 
সে কখনো যায় না, পরোক্ষভাবে সাথে থাকে।
নমস্কার করি প্রত্যেক রুপে বাস করা শক্তিকে, 
নমস্কার করি সেই প্রকৃতিকে যার কোলে বড় হয়েছি। 
নমস্কার করি সেই মা কে যারা সবসময় আমাদের আগলে রাখে।
নমস্কার করি সেই সহচরীদের যারা জীবন যুদ্ধ লড়াইয়ে সাথে থাকে। 
নমস্কার করি সেই প্রেমিকাদের যারা অর্ধাংশ হয়ে যায়। 
নমস্কার করি সেই মেয়েদেরও যারা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। 
নমস্কার করি তাদেরকে যারা সাথে থাকে 
না, কিন্তু অংশীদার হিসেবে নিজের
পরিচিতি রাখে। 
শুভ বিজয়া।

©Ananta Dasgupta #anantadasgupta #shubhobijoya #happydussehra #Dashami #Bengali_poem #bengaliquote #bengalicreation
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon30