মাঝে মাঝে মনে হয় ভালবাসার ট্যাক্স হলে ভালো হতো, তাহলে হয়তো মানুষ মুল্য বুঝতে পারতো। তাহলে হয়তো বুঝতো, যার কাছে সে যাচ্ছে, তার কোনো একাধিক অ্যাকাউন্ট খোলা আছে কি নেই। থাকতো না হয়তো, এই বাজারে এত জায়গায় ট্যাক্স কে দেবে। চিনতে পারা যেত হয়তো, প্রকৃত ভালবাসার দাম। কোনো ছেড়ে যাওয়ার কথা নেই, কোনো ইচ্ছে মতো ব্যবহার নেই। বিন্দুমাত্রও যদি কোনো স্বার্থ আসে, তাহলে ফাইন যোগ করলে ভালো হতো, তাই না? না মুখের কোনো দাম আছে, না কথা বলার কোনো পয়সা। তাই মানুষ অনেক কিছুই বলে, অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমরা জানতে পারি না, কারণ আমরা মুল্য বুঝতে পারি না। ©Ananta Dasgupta #Rose #blacklove #Bengali_poem #bengalipoetry