Nojoto: Largest Storytelling Platform

এসে গেছো অজান্তেই আবার সেই গলিতে, যার রাস্তায় না

এসে গেছো অজান্তেই আবার সেই গলিতে,
যার রাস্তায় না আসার প্রতিজ্ঞা করেছিলে।
জড়িয়ে নিয়েছ নিজেকে মায়ার জালে,
যার ব্যপারে না ভাবার কথা দিয়েছিলে।

কি হবে আর? 
আবার না হলে কিছু দিন, কিছু মাস, কিছু বছর
ক্লান্ত রাত, অপলক দৃষ্টি আর একটা অপেক্ষায় কাটবে।
আবার না হলে দিনের পর দিন নিজের মন কে
প্রশ্নের দড়ি দিয়ে আটকে রাখবে।
আবার না হলে একটু একটু করে নিজেকে শেষ করে
নিজেকে বাঁচানোর চেষ্টা চালাবে।
আবার না হলে মুখোশ দিয়ে একটা নাটক
চলবে যার তথ্য সত্য ঘটনার ওপর আধারিত হবে।

©Ananta Dasgupta #Thinking #Bengali_poem
এসে গেছো অজান্তেই আবার সেই গলিতে,
যার রাস্তায় না আসার প্রতিজ্ঞা করেছিলে।
জড়িয়ে নিয়েছ নিজেকে মায়ার জালে,
যার ব্যপারে না ভাবার কথা দিয়েছিলে।

কি হবে আর? 
আবার না হলে কিছু দিন, কিছু মাস, কিছু বছর
ক্লান্ত রাত, অপলক দৃষ্টি আর একটা অপেক্ষায় কাটবে।
আবার না হলে দিনের পর দিন নিজের মন কে
প্রশ্নের দড়ি দিয়ে আটকে রাখবে।
আবার না হলে একটু একটু করে নিজেকে শেষ করে
নিজেকে বাঁচানোর চেষ্টা চালাবে।
আবার না হলে মুখোশ দিয়ে একটা নাটক
চলবে যার তথ্য সত্য ঘটনার ওপর আধারিত হবে।

©Ananta Dasgupta #Thinking #Bengali_poem