অনশন তুলে নিলে তবেই সোমবার নবান্নে বৈঠক হবে, পন্থের ইমেলে ‘শর্ত’ দেওয়া হল জুনিয়র ডাক্তারদের অনশন তুললেই সোমবারের বৈঠক হবে নবান্নে। জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেলে এমনই জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই সঙ্গে আরও কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। অনশন তুলে নিলে সোমবারের বৈঠক হবে নবান্নে। জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেলে এমন ‘শর্ত’ই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্ন-বৈঠকে যোগ দিন। মুখ্যসচিবের সেই ইমেলের জবাব শনিবার রাতের মধ্যেই দেওয়া হবে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। ©BANGLE TIMES #R_G_Kar_Protest